দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই অলিম্পিয়াড-২০২৫। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) যৌথ উদ্যোগে আগামী ১২ এপ্রিল রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।
বক্তব্য দেন ইউনিভার্সিটির ডিন ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, প্রক্টর ড. শেখ মো. আল্ল্যাইয়ার ও দীপ্তির নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর এই তিন স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের নিবন্ধন ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। অলিম্পিয়াডের অ্যাসেসমেন্ট চলবে ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।
সেরা এআই উদ্ভাবকদের জন্য থাকবে পুরস্কার ও স্কলারশিপ।
আয়োজকরা জানান, এআই অলিম্পিয়াডে থাকবে প্রজেক্ট উপস্থাপনা ও এআইভিত্তিক সমাধান প্রদর্শন। এ ছাড়া বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়েছে।