গাজীপুর জেলা জজ আদালত চত্বর থেকে জামিনপ্রাপ্ত দুই আসামিকে অপহরণের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের মারধর ও ছুিরকাঘাতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে অপহৃত দুই আসামিকে একটি অটোরিকশা থেকে আইনজীবী সমিতির গেটের সামনের রাস্তায় ফেলে যায় সন্ত্রাসীরা।
অপহরণের শিকার ওই দুই আসামি হলেন মো. মিলন মিয়া (৩৩) ও বাবুল মিয়া (৪২)। তাঁরা গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে।
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলাটির বিবাদীপক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বলেন, ‘শ্রীপুরে জমি নিয়ে মারামারির ঘটনায় করা মামলায় ১৩ জন আসামি আদালত থেকে অস্থায়ী জামিন পান। বুধবার আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন।
বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক সেলিনা আক্তার তাঁদের স্থায়ী জামিন মঞ্জুর করেন। পরে আসামিরা আমার সঙ্গে দেখা করার জন্য অফিস কক্ষের সামনে পৌঁছালে মামলার বাদী শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার মো. শহীদুল্লাহর ছেলে এস এম নাজমুল হকের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র যুবক হামলা চালায়।’
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘আদালত চত্বরে ঘটে যাওয়া ঘটনাটি ন্যক্কারজনক।
জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’