ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

টিউলিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশকে সহায়তা করতে পারে ব্রিটিশ সংস্থা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
টিউলিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশকে সহায়তা করতে পারে ব্রিটিশ সংস্থা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আহবান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বড় দুর্নীতির ঘটনাগুলো তদন্তে সহায়তা করতে পারে যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানকারীরা।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি) অন্তর্বর্তী সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে, সেই উপায় খুঁজছে বলে সংবাদ দিয়েছে স্কাই নিউজ।

শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান।

এরপর তাঁর বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ, জুলাই আন্দোলনে গণহত্যা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। দুদকের তদন্তে নাম আসার পর লন্ডনে বেশ কয়েকটি বাড়ির সন্ধান পাওয়া যায়, যেগুলো টিউলিপ এবং তাঁর পরিবারের সদস্যরা শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। এ নিয়ে ব্যাপক তোলপাড় উঠলে ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বংশালে দোকানে আগুন একজনের মৃত্যু, দগ্ধ ১৮

রাজধানীর বংশাল এলাকার নাজিমুদ্দীন রোডে লেপ-তোশকের দোকানে আগুন লেগে আমিন উদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শিশু-বৃদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ১৩ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। আহতরা হলেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), তাঁর স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), ভাগ্নি মুসফিকা (২০), শাকিব হোসেন (২২), বুলবুল (৩৭), মোছা. শিল্পী (৪২), তালহা (৪), রাহেলা খাতুন (৬০), মো. ইউনুস মিয়া (৭৪) ও মো. আমিন (২৩)।

গত রবিবার শেষ রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হয় তারা। পরে ভোর ৫টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নামে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থপাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন।

 

মন্তব্য

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট জমি ১৩ ব্যাংক জব্দ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি ছয়তলা বাড়ি, দুটি ফ্ল্যাটসহ ৮.৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ও একটি গাড়ি অবরুদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়। এ ছাড়া এক হাজার ১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায় রয়েছে। বাড়ি, ফ্ল্যাট ও ৮.৮৮ বিঘা জমির মূল্য ধরা হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা। তাঁর গাড়ির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

এ ছাড়া অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৫৯ হাজার টাকা রয়েছে। এদিন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

মন্তব্য

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ