ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আহবান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বড় দুর্নীতির ঘটনাগুলো তদন্তে সহায়তা করতে পারে যুক্তরাজ্যভিত্তিক অনুসন্ধানকারীরা।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার’ (আইএসিসিসি) অন্তর্বর্তী সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারে, সেই উপায় খুঁজছে বলে সংবাদ দিয়েছে স্কাই নিউজ।
শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান।