জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আগামী বছর অনলাইন রিটার্ন আরো সহজ হবে। এ বছর যাঁরা রিটার্ন দিয়েছেন তা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের আর্কাইভে থাকবে। আমরা ক্লাউড সার্ভার নেব, অ্যাপস তৈরি করব।
আগামী বছর থেকে করপোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে।’
গতকাল রবিবার এনবিআর ভবনে আয়কর বিভাগের কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন শাখা আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনলাইন রিটার্ন গত বছরের তুলনায় পাঁচ গুণ বেড়েছে। ১৫ লাখের কাছাকাছি রিটার্ন আমরা পেয়েছি।
আগামী বছর এটাকে শতভাগ কম্পলসারি করতে চাই। উইথ ফিউ একসেপশন। যাদের একান্ত কোনো কারণ আছে, তারা দিতে পারবে না।’ আবদুর রহমান খান বলেন, ‘অনলাইনে রিটার্ন জমায় ভালো সাফল্য পাওয়ায় আগামী বছর এটিকে বাধ্যতামূলক করা হবে। আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই।’