<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জে চুনারুঘাট সাতছড়ি ত্রিপুরা পল্লীর যাতায়াতের একমাত্র সেতুর পূর্ব দিকের মাটি সরে গেছে। সেতুতে ওঠার পথ না থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবারের শতাধিক মানুষ।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার সকালে সাতছড়ি ত্রিপুরা পল্লীতে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের পাহাড়ি ভারি বর্ষণে পল্লীর পাহাড়ি টিলা থেকে মাটি সরে সেতুর সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে সেতুটি। টিলার ভাঙনের কারণে পাকা সেতুটি ঝুঁকিতে রয়েছে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, গত ১৮ আগস্ট ভোররাতে এই ভাঙন দেখা দেয়। ১৩ দিন অতিবাহিত হলেও সেতু মেরামতের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত রঞ্জন দেবর্মমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পল্লীতে ২৪টি পরিবারের বসবাস। জরুরিভাবে সংযোগ সড়কসহ সেতুটি মেরামত করা না হলে পরিবারের লোকগুলো ঘরবন্দি হয়ে পড়বেন। এ ছাড়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ত্রিপুরা পল্লী হুমকির মুখে রয়েছে। দুটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেতুটি আমি সরেজমিন দেখে এসেছি। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>