<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার মহানগরীর বাজেসিলিন্দা এলাকায় অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে প্রধান অতিথি রামেবির উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক অতিথিকে সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করেন। এ সময় বেলুন-ফেস্টুন ও পায়রা ওড়ানো হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় রামেবির কোষাধ্যক্ষ ডা. জাকির হোসেন খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। বক্তব্য দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. কেরামত আলী।</span></span></span></span></span></p>