<p>বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি (প্রাইভেট) লিমিটেডে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টন ৪২৮ কেজি লোহার মোটা পাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনীর একটি দল। ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াছিন হাওলাদার (১৯) নামের সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ এলাকার মাইনুল হাওলাদারের ছেলে। ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিবলী নোমানী এ ব্যাপারে বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে একটি মামলা করেছেন। ফকিরহাট মডেল থানার ওসি এম এম আলমগীর কবীর জানান, শুক্রবার রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের দল উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হালিম সরদারের ভাঙারির দোকান থেকে ১৬ টন ৪২৮ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়।</p> <p> </p>