গৃহসুখ প্রাইভেট লিমিটেড
মনে হতে পারে পরের আলোচনা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’ নিয়ে। না; বরং অন্য এক গৃহের প্রসঙ্গ নিয়েই এ আয়োজন। যেখানে পতি সৈয়দ অমি গায়ক, পত্নী আঁচল আঁখি অভিনেত্রী। ঘরে যেমন সুখের সংসার, বাইরেও তারা কাজ করেন একসঙ্গে। তাদের পথচলার গল্প তুলে ধরেছেন কামরুল ইসলাম
সম্পর্কিত খবর