<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের গুরুদাসপুরের সোনাবাজু বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন মিজানুর সরদার (৪৫) নামের এক ব্যক্তি। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে তিনি স্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কাজ করছেন। মিজানুর সরদার একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের মৃত হুসেন সরদারের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী এবং নাটোর মহিলা কলেজের অফিস সহকারী পদে চাকরি করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়দের অভিযোগ, সোনাবাজু বাজারের পাকা সড়ক ঘেঁষে পানি উন্নয়ন বোর্ডের ২ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ২ শতাংশ জমি জবর-দখল করে সেখানে আরসিসি পিলার তুলে স্থায়ীভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন মিজানুর। স্থানীয়রা আরো জানান, নাড়িবাড়ি-মানিকপুর পাকা সড়কের কোল ঘেঁষে সরকারি জলাশয় রয়েছে। সোনাবাজু বাজারের পশ্চিম অংশে জলাশয়ের প্রায় ১০ শতাংশ জমি অবৈধভাবে দখল করে মিজানুরসহ কয়েকজন দোকানঘর তৈরি করেছেন। মিজানুর সরদার বলেন, কয়েক বছর আগে তিনি ১০ হাজার টাকায় সরকারি ওই জমির পজিশন কিনেছিলেন। সেখানেই তিনি দোকানঘর নির্মাণ করছিলেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সুযোগ নেই।</span></span></span></span></span></p>