<p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি করেছে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন সংগঠন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। হলের নাম পরিবর্তন ছাড়াও ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ও ১৭ জুলাইকে ‘শোক দিবস’ করার দাবি জানানো হয়। গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের সদস্য জান্নাত ঝলক  বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে কিভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হল থাকে সেটা আমাদের বোধগম্য না। ফ্যাসিস্ট শেখ হাসিনার নাম পরিবর্তন করে এবং নতুন হল শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছি, উপাচার্য আমাদের দাবি বাস্তবায়নে সম্মতি দিয়েছেন।’</p> <p> </p>