<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ রাখার ঘোষণা বিএসএফের পক্ষ থেকে যেদিন এসেছে, একই দিন জোর করে দহগ্রাম সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগিচাপাড়া গ্রাম সংলগ্ন আজমতপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বাগিচাপাড়া (চাকপাড়া) গ্রামের মো. আনারুলের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে (১১ জানুয়ারি) ঘটনাটি ঘটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি জানিয়েছে, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২ থেকে প্রায় ১৩০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আহত হন শহিদুল। আহত অবস্থায় পাঁচ-ছয়জন সহযোগীসহ পালিয়ে এসে তিনি গোপনে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর অন্য সহযোগীরাও পলাতক। তিনি চোরাকারবারে জড়িত বলেও জানিয়েছে বিজিবি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানানো হবে। শহিদুল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেও মামলা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লালমনিরহাট প্রতিনিধি জানান, প্রায় তিন পাশে ভারতীয় সীমান্তঘেঁষা উপজেলা লালমনিরহাটের পাটগ্রাম। উপজেলার বিভিন্ন সীমান্তে নানা কর্মকাণ্ডের মাধ্যমে কয়েক দিন ধরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সাধারণ নাগরিকরাও। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার অভ্যন্তরে কিংবা শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। সর্বশেষ জোর করেই দহগ্রাম সীমান্তে গত শুক্রবার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা। খবর পেয়ে বিজিবি প্রথমে বাধা দিলেও কাজ অহ্যাহত রাখে ভারতীয়রা। পরে সীমান্তের বাংলাদেশি ও অধিকসংখ্যক বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়। কিন্তু গতকাল শনিবার সকালে আবারও সেখানে কাজ শুরু করা হয়। তবে বিজিবির পক্ষ থেকে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কাজ পুনরায় বন্ধ রাখা হয়। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় পঞ্চগড় জেলার কোনো একটি সীমান্তে বিজিবি-বিএসএফ আইজি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল শনিবার দুপুরের দিকে পাটগ্রামের ধবলসতী এলাকার গাটিয়ারভিটা সীমান্তে শূন্যরেখার অভ্যন্তরে পাঁচটি বৈদ্যুতিক বাতির খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। তিনটি খুঁটি স্থাপনের পরপরই বাধা দেয় বিজিবি। পরে সেখানে তাৎক্ষণিকভাবে উভয় বাহিনীর কম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকের পর শূন্যরেখা থেকে দেড় শ গজ মেপে এর বাইরে খুঁটিগুলো স্থাপন করা হয়। কয়েক দিন আগেও ওই উপজেলার একটি সীমান্তে একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করেছিল বিএসএফ। বিজিবি বাধা দেওয়ার পর অবশ্য সেটি সরিয়ে নেওয়া হয়।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাঁটাতারের বেড়া আপাতত নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ-ভারত উত্তেজনা নিরসনে সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গতকাল শুক্রবার জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।</span></span></span></span></p>