<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের মানুষ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই ঘোষণাপত্রে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শুক্রবার দুপুরে ভোলা সরকারি স্কুলসংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে এক পথসভায় তিনি এ কথা জানান। এর আগে সারজিস আলম ভোলা বাংলা স্কুল মোড়, সদর রোড, নতুন বাজার এলাকায় ঘোষণাপত্রের সাত দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পথসভায় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ দেশের প্রতিটি প্রান্তে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা দেশের প্রতিটি প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের প্রশ্ন করেছি, তারা ঘোষণাপত্রে সবার আগে কী দেখতে চায়? তারা আমাদের বলেছে, তারা সর্বপ্রথম খুনি শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ যখন আমরা চিন্তা করছি অভ্যুত্থানে যে গতি সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো আমরা এখনো ধারণ করি, যে স্বপ্নগুলো দেখি, সে স্বপ্নগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন।</span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>