আলোচনাসভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার এম এইচ খান মঞ্জু ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর ওয়াহিদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন বক্তব্য দেন।