চট্টগ্রামের ফটিকছড়ি

চরের সবজি চাষে স্বাবলম্বী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
চরের সবজি চাষে স্বাবলম্বী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদার চরে সবজির বাম্পার ফলনে খুশি কৃষক। ছবি : কালের কণ্ঠ

চরের জমিতে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভার শতাধিক গ্রামের মানুষ। এই উপজেলায় জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোট-বড় খাল ও নদী। এসব খাল ও নদীর মধ্যে অন্যতম হালদা, ধুরুং, সর্তা, লেলাং ও ফটিকছড়ি খাল। নদী ও খাল পারের চরে সবজি আবাদ করে কয়েক হাজার কৃষক এখন স্বাবলম্বী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সমিতিরহাট, নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, সুন্দরপুর, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর জেগে ওঠা বিশাল চরাঞ্চলে বেগুন, মুলা, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলাশাক, লালশাক, পালংশাকসহ বিভিন্ন সবজি চাষ করেছেন কৃষকরা।

সুন্দরপুর ইউনিয়নের কৃষক নুরুল আলম বলেন, এবার আমি বাজারে আগাম শাক-সবজি তুলেছি। বাজারমূল্যও ভালো পেয়েছি।

জানা যায়, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের আগে চরগুলোতে জনবসতি ছিল।

বিভিন্ন সময়ে বন্যার কারণে এসব এলাকায় জেগে উঠেছে চর। নদীভাঙনের শিকার মানুষগুলো একসময় নিঃস্ব হলেও এখন তাদের আশার সম্বল সবজি চাষ। প্রায় দেড় দশক ধরে চরে সবজি আবাদ করে হাজারো পরিবার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অবদান রাখছে দেশের অর্থনীতিতে। বর্ষা মৌসুমে বন্যায় অনেক জমি পানিতে তলিয়ে যায়।
বন্যার পানি নেমে গেলে পলি জমে এসব জমির উর্বরতা বৃদ্ধি পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পুরো উপজেলায় শুধু রবি মৌসুমে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সবজি উৎপাদিত হয়েছে। এ অঞ্চলে বছরে কয়েক শ কোটি টাকার সবজি উৎপাদিত হয়ে থাকে। এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে রপ্তানি হচ্ছে। সরকার কৃষকদের সার-বীজ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও করছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁদা দাবি করা সেই ব্যবসায়ী রিমান্ডে

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
চাঁদা দাবি করা সেই ব্যবসায়ী রিমান্ডে

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিক নামের এক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অমিত বণিক রংপুর মেট্রোপলিটন চেম্বারের একজন পরিচালক।

 

মন্তব্য

কুমিল্লায় সাবেক বার সেক্রেটারির ওপর হামলা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় সাবেক বার সেক্রেটারির ওপর হামলা

অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে এলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলা করা হয়। গতকাল সোমবার  দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ নিয়েছেন আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান। মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, প্রায় সোয়া চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া। অভিযোগ ছিল ২০২২-২৩ ও ২০২৩-২৪ কার্যকালে উভয়ে মিলে চার কোটি ২৪ লাখ ৭২০ টাকা আত্মসাৎ করেন। ওই মামলায় আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করতে আসেন।
তিনি এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাঁকে দেখে ধাওয়া দেন। তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারা হয়।

 

মন্তব্য

ডাকাতি ও হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
ডাকাতি ও হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি ডাকাতিসহ হত্যা মামলায় পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভাণ্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আ. সালাম হাওলাদার (৫০), মহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আ. আজিজ ছেনু হাওলাদারের ছেলে আ. মালেক হাওলাদার (৬৬), আ. মজিদ মোল্লার ছেলে মো. ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ হাওলাদারের ছেলে আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

মন্তব্য
সংক্ষিপ্ত

ভেকু দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
ভেকু দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প কামার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শ্রমিক মোশাররফ হোসেন (২৪) উপজেলার দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি আশ্রয়ণ প্রকল্প কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, কামার পুকুরে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছেন প্রভাবশালী মাটি ব্যবসায়ী রশিদুল ইসলাম, ফারুক হোসেন ও নুরনবী। এক পর্যায় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপায় পড়ে মোশাররফ গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ওসি মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ