মা-বাবার সঙ্গে ইফতার খেয়ে ঘরের বাইরে যায় দেড় বছরের শিশু আরাফ। ঠিক ওই সময় একটি শিয়াল তাকে কামড়ে ধরে নিয়ে যায় পাশের জঙ্গলে। পরিবারের লোকজনের খোঁজাখুঁজির পর ঝোপঝাড়ে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। গত বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্বজনরা জানিয়েছেন, সবার অজান্তে শিশুটিকে শিয়াল টেনে জঙ্গলে নিয়ে যায়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে শিয়ালটিকে পালিয়ে যেতে দেখেন তাঁরা।
শিশুটির বাবা লিংকন মিয়া জানান, ১৯ মাস বয়সী একমাত্র শিশুপুত্র আরাফ তাঁদের সঙ্গে ইফতার খায়।
কিছুক্ষণ পরই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্তানের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় পাশের ঝোপে। চিকিৎসকরা জানিয়েছেন, গলায় কামড় বসানোর কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা গেছে। এ কারণে সে চিৎকারও করতে পারছিল না।