বরিশাল নগরের বটতলা বাজার এলাকার ক্ষিরোদ মুখার্জি লেনের ভেতরে রয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাড়ি ‘নানক ভিলা’ ও তাঁর ভাই নাসির উদ্দিন লিটুর বাড়ি। বাড়ির সামনে গেট না দিয়ে গলির প্রবেশদ্বারে একটি লোহার গেট দিয়ে আটকে দিয়েছেন তাঁরা। এই গেটের কারণে সড়কটিতে আটকা পড়েছে অন্তত ১০টি পরিবার। তারা বরিশাল সিটি করপোরেশন, বরিশাল জেলা প্রশাসন ও কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেও পাচ্ছে না কোনো সমাধান।
রাস্তায় নানক পরিবারের গেট বিপাকে ১০ পরিবার
- বরিশাল সিটি করপোরেশন
আজিম হোসেন, বরিশাল

সরেজমিনে গিয়ে দেখা যায়, নানক ও লিটুর বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে বরিশাল সিটি করপোরেশনের একটি শাখা সড়কের প্রবেশদ্বারে লোহার গেটটি লাগানো হয়েছে। লিটু দাবি করেন, এই সড়ক তাঁদের নিজেদের জমিতে। সড়কের জমি তাঁদের নামে রেকর্ড করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মুন্সীর স্ত্রী শাহানারা আক্তার অভিযোগে উল্লেখ করেন, ‘আমার বাড়ির গেট থেকে ৫০ ফুট দক্ষিণে মো. নাছির উদ্দীন লিটুর বাড়ি। লিটু মিয়ার ভাই নানক মিয়া আওয়ামী লীগের একজন বড় নেতা।
আরেক ভুক্তভোগী নাসির উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে গত ৬ মার্চ গেটটি অপসারণের নোটিশ দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘অভিযোগ পেয়ে গেটটি অপসারণ করতে বলা হয়েছে। কিন্তু যারা গেট লাগিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে, তারা অপসারণ করেনি। তাই শিগগিরই সিটি করপোরেশনের উদ্যোগে গেটটি অপসারণ করা হবে।’
সম্পর্কিত খবর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
লক্ষ্মীপুর প্রতিনিধি

ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লিটন হাওলাদার, হোসেন মাতবর, কাশেম বেপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি ও জয়নাল।

মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যার অভিযোগে তিনজনের নামে বন বিভাগ গতকাল শনিবার দর্শনা থানায় মামলা করেছে। পরে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অন্য দুজন মিন্টু ও সাইফুল ইসলাম পালাতক।

অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক
বাগেরহাট প্রতিনিধি

জাহাজে চুরির প্রস্তুতির সময় শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন মো. জনি, মো. আলিরাজ, স্বপন মুন্সি, মো. আজিম ও মো. মেজবাহ।

চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও আব্দুর ফেরদৌস সেখ (১৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।