পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে।
নিহতের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির।
এরপর নির্ধারিত সময়ে সে বাড়ি না ফেরায় স্বজনরা তাঁর মোবাইলে ফোন করেন। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হন। পরের দিন দুপুরে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে তাঁর রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্যই সাব্বিরকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত এবং অপর দুই ভাই আহত হয়েছেন। গতকাল সকালে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিন মারা যান। গুরুতর অবস্থায় তাঁর দুই ভাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।