বগুড়ার ধুনটে মুক্তিপণের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাত ৪টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার বিকেলে মামলা করেছে ভুক্তভোগীর স্বজন।
গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই শাহীন মোহাম্মাদ অনু ইসলাম (৩৯), আরএমপি সদস্য আবুল কালাম আজাদ (২৮), রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্য বছির আলী (৩১), আরএমপি সদস্য মাহাবুব আলম (৩১), আরএমপি সদস্য রিপন মিয়া (২৯) ও মাইক্রোবাসচালক মেহেদী হাসান (২৫)।