কেইপিজেড-সংলগ্ন এলাকা থেকে হাতি সরানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছে আনোয়ারা-কর্ণফুলীর বিক্ষুব্ধ জনতা। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। ভোর ৬টা থেকে টানেল সংযোগ সড়কের কেইপিজেড দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু হয়।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল আজিম বলেন, ‘গত ২২ মার্চ উপজেলা প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি, কিন্তু তারা আমাদের আশানুরূপ কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।
তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আবারও আন্দোলন শুরু করি। পরবর্তী সময়ে সেনাবাহিনী আমাদের জানায়, তারা বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কেইপিজেডসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বৈঠকের ব্যবস্থা করবে এবং এই সমস্যা সমাধানে কাজ করবে।’
এ বিষয়ে বন বিভাগের বাঁশখালী জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতি সরানোর বিষয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওই দিন ভোর থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।
এদিন দীর্ঘ সাত ঘণ্টা আন্দোলনের পর চার দিনের সময় নেয় প্রশাসন। আজ চার দিন পূর্ণ হওয়ায় আবারও আন্দোলনে নামে স্থানীয়রা।