দেশের চার জেলায় পানিতে ডুবে শিশু, কলেজছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
সিলেট : গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে মো. নয়ন হোসেন (১৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ঈদের দিন দুপুরে নয়ন মিয়াসহ ১৩ বন্ধু একটি পিকআপে করে জাফলংয়ে বেড়াতে আসে।
বিকেলের দিকে নয়নসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় লোকজন দেখতে পেয়ে স্থানীয় ডুবুরীদের সহায়তায় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
গলাচিপা (পটুয়াখালী) : ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে গলাচিপা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জামাল শরিফের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর দশমিনার সীমান্তবর্তী তেঁতুলিয়া নদীর চরঘূর্ণি এলাকায় প্রবল স্রোতে ট্রলার ডুবে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : মধুমতী নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল করিম মুন্সি (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে নিখোঁজ হলে সন্ধ্যা ৬টার দিকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়ার হাজীপুর গ্রামের শিশু রুমান হোসেনের (১২) পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।