সত্তরের দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত রেকর্ডিং স্টুডিও ‘ওয়েস্ট লেক স্টুডিও’। লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত এই স্টুডিওতে গান রেকর্ড করল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সারা দিন ব্যান্ড দলটি ওই স্টুডিওতে ছিল। এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হাউসটন, অ্যালানিস মরিসেট, রিহানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিংক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের গান রেকর্ড হয়েছে, হচ্ছে।
জগদ্বিখ্যাত স্টুডিওতে চিরকুটের গান রেকর্ড
- ঐতিহাসিক এই স্টুডিওতে গান রেকর্ড করার দুঃসাহস করলাম আমরা। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। ব্যান্ডের ২১ বছরের পথচলায় আজ আমাদের জন্য দারুণ একটি স্মরণীয় দিন শারমিন সুলতানা সুমী, ‘চিরকুট’ দলপ্রধান
রংবেরং প্রতিবেদক

ওয়েস্ট লেক স্টুডিওতে গান রেকর্ড করা সম্পর্কে সুমী বলেন, ‘ঐতিহাসিক এই স্টুডিওতে গান রেকর্ড করার দুঃসাহস করলাম আমরা। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। ব্যান্ডের ২১ বছরের পথচলায় এটি আমাদের জন্য দারুণ একটি স্মরণীয় দিন। আমরা জীবনের অর্ধেক বা তারও বেশি সময় স্টুডিওতে কাটিয়েছি।
ব্যান্ডের সদস্য রুশো ও পাভেল রেকডিংয়ের আয়োজন করে দলের অন্য সদস্যদের এই সারপ্রাইজ দিতে চেয়েছেন। সুমী বলেন, ‘রুশো ও পাভেলকে বিশেষ ধন্যবাদ দিতে হবে। ওরা সব কিছু পরিকল্পনা করে একপ্রকার সারপ্রাইজই দিয়েছে ব্যান্ডকে। ভেবেছিলাম শুধু ঘুরে দেখার সুযোগ হবে। কিন্তু আরো বড় কিছু পেয়ে গেলাম।’
যে গানটি রেকর্ড করা হলো ওয়েস্ট লেক স্টুডিওতে, সেটি সম্পর্কে এখনই জানাতে চাইলেন না সুমী, ‘এটা রহস্য থাকুক। আপনাদের সবার প্রিয় একটা গান নতুন করে রেকর্ড করেছি, এটা বলতে পারি।’
সম্পর্কিত খবর

আরো খবর
ঝুঁকি এড়াতে পেছালেন সালমান

নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে ঈদে হাজির হচ্ছেন সালমান খান। কিছুদিন ধরেই চলছে এ আর মুরুগাদোসের ছবিটির প্রচারণা। বড় বাজেট, দর্শকের আগ্রহ প্রবল; তাই সংশ্লিষ্টদের ইচ্ছা ছিল বড় আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করবেন ট্রেলার। এর জন্য পরিকল্পনাও সাজিয়েছিলেন।

অন্তর্জাল
ড্রাগন

২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘ড্রাগন’। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। শুক্রবার এটি এসেছে নেটফ্লিক্সে। রাঘব কলেজের ছাত্র।

চলচ্চিত্র
স্বপ্নের পৃথিবী

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজীব। পরিচালনা বাদল খন্দকার। সকাল ৯টা, এনটিভি।
গল্পসূত্র : অত্যাচারী জমিদার রায়হান চৌধুরীর ছেলে মাসুম।

টিভি হাইলাইটস

ইসলামের স্থাপত্যধারা
রমজান মাস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্থাপত্যবিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘ইসলামের স্থাপত্যধারা’। প্রতিদিন ইফতারের পর প্রচারিত হয় এটি। ইসলামের বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারায় যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, সেসব তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থাপনার নির্মাণ ইতিহাসের সঙ্গে। পরিচালনায় স্থপতি, লেখক ও পর্যটক শাকুর মজিদ।
স্টুডিও বি
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্বের অতিথি শান্তিতে নোবেলজয়ী ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন গবেষক উর্বশী আনেজা।