ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬
‘তুফান’-এ শাকিবের সঙ্গী

এপারের নাবিলা ওপারের মিমি

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এপারের নাবিলা ওপারের মিমি
মাসুমা রহমান নাবিলা

‘তুফান’-এর ঘোষণা দেওয়ার পর থেকেই রায়হান রাফীর ছবিটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালকের এই ছবির নায়ক হবেন শাকিব খান, গত বছরই আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়েছিল। ছবিতে শাকিবের দুই নায়িকা, তা-ও জানানো হয়েছিল। তবে সেই দুই নায়িকা কে? সেটা রহস্যই রেখে দিয়েছিলেন নির্মাতা।

গত কয়েক মাসে বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গেছে। কখনো শোনা গেছে নুসরাত ফারিয়ার কথা, কখনো তানজিকা আমিনের কথা। মাঝে যোগ হলেন পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। শেষের দিকে তো জোর গুঞ্জন রটে, তমা মির্জা হচ্ছেন শাকিবের ‘তুফান’ নায়িকা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাফী জানালেন নায়িকাদের নাম। মিমি চক্রবর্তীর নাম কমন পড়লেও চমক হিসেবে এসেছে ‘আয়নাবাজি’ খ্যাত মাসুমা রহমান নাবিলার নাম। এপার-ওপারের দুই নায়িকা শাকিবের সঙ্গে মিলে পর্দায় ‘তুফান’ তুলবেন। কেন এই দুজনকে বাছলেন রাফী, দিয়েছেন তার ফিরিস্তিও।

পরিচালকের বয়ান

কেন নাবিলা?

ছবির গল্প অনুযায়ী নাবিলার বয়সী একজন নায়িকাকেই খুঁজছিলেন রাফী, যিনি একটু অন্য ধরনের ব্যক্তিত্বের অধিকারী। দর্শক আবার নিয়মিত পর্দায় দেখেও না, তবে চাহিদা আছে তুমুল। সেই সঙ্গে শাকিবের সঙ্গে পর্দায় মানাবেও। নাবিলার ক্ষেত্রে রাফীর সব চাওয়া ব্যাটে-বলে মিলে গেল। দেড় মাস আগেই নাবিলাকে চুক্তিবদ্ধ করেছিলেন রাফী।

বলেন, ‘আমি সব সময় গল্পের সঙ্গে থাকতে পছন্দ করি। এর আগে আমার ছবিতে পূজা চেরী, বিদ্যা সিনহা মিম, তমা মির্জারা অভিনয় করেছেন গল্পের প্রয়োজনেই। নাবিলাকে আমার এই গল্পে অবশ্যই দরকার ছিল। পরিচালকের চোখ দিয়ে আমি যেমন চরিত্রটি দেখেছি নাবিলা সেটা সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারবেন।’

‘তুফান’-এ শাকিবের সঙ্গী এপারের নাবিলা ওপারের মিমি

মিমি চক্রবর্তী

কেন মিমি?

ছবিটা বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে নির্মাণ করছে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তুফান’। তাই আগে থেকেই টালিগঞ্জের একজন নায়িকার কথা ভেবে রেখেছিলেন রাফী। এ চরিত্রটি একটু গ্ল্যামারাস, আছে একটা আইটেম গানও। সব ভেবে-চিন্তে মিমিকেই বাছলেন রাফী, কারণ? ‘মিমির আগের বেশ কয়েকটি ছবি আমি দেখেছি। তিনি গ্ল্যামারে যেমন অতুলনীয় তেমনি নাচেনও দারুণ। এ ধরনের একজনকেই লাগত। তা ছাড়া মিমি ভারতের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। দেশের বিভিন্ন সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় মিমিকে মানুষ ঘরের মেয়েই মনে করে। ভারতের শুভশ্রী, শ্রাবন্তীরা শাকিব খানের সঙ্গে ছবি করলেও মিমি এখনো করেননি। সেই দিক থেকেও নতুন একটা কেমিস্ট্রি তৈরি হবে। এসব ভেবেই মিমিকে চূড়ান্ত করা’, বললেন রাফী।

‘তুফান’-এ শাকিবের সঙ্গী এপারের নাবিলা ওপারের মিমি

রায়হান রাফী

শুটিং কবে?

দু-তিন দিনের মধ্যে শুটিং শুরুর খবর জানাতে পারবেন রাফী।

বলেন, ‘আগামী সপ্তাহে অবশ্যই শুটিং শুরু করব। তবে তারখিটা এখনো চূড়ান্ত নয়। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে প্রায় দুই মাস ধরে নির্মাণ হয়েছে সেট। সেই সেটেই হবে ছবির প্রথম লটের শুটিং। আশা করছি, ধীরে ধীরে আরো কিছু চমকপ্রদ খবর সিনেমাপ্রেমীদের দিতে পারব।’

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ববির নতুন ছবি দিওয়ানা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ববির নতুন ছবি দিওয়ানা

কে এ নিলয়ের বউ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। শুটিং শেষ না হতেই এই নির্মাতার নতুন ছবি দিওয়ানায় যুক্ত হয়েছেন অভিনেত্রী। নিলয় বলেন, ববিকে নিয়ে বউ ছবির শুটিং করছি। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ এটি।

সহযোগিতাপরায়ণ একজন শিল্পী তিনি। আমার পরের ছবি দিওয়ানার জন্য তাঁকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাঁকে নিয়ে কাজ করতে যাচ্ছি। শিগগিরই শুটিংয়ে যাব আমরা।
নায়ক কাকে নেব তা এখনো চূড়ান্ত করিনি। কিছু দিনের মধ্যে সব জানাব।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

স্পাই হাই

শেয়ার
স্পাই হাই
‘স্পাই হাই’ সিরিজের দৃশ্য

মঙ্গলবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিনি সিরিজ স্পাই হাই। ১৫ বছরের কিশোর ব্লেক রবিনস। হঠাৎ তাকে স্কুলের প্রিন্সিপালের অফিসে ডাক হয়। অভিযোগ, সে মাদক বিক্রি করে।

এর সপক্ষে একটি ছবিও রয়েছে। এ ঘটনায় বদলে যায় ব্লেকের জীবন। অভিনয়ে আছেন ব্লেক রবিনস, হলি রবিনস, জলিল হাসান, এলিজাবেথ লিয়ার্ড প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

মেয়েটি এখন কোথায় যাবে

শেয়ার
মেয়েটি এখন কোথায় যাবে
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্য

অভিনয়ে জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সুব্রত। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে, পরিচালনা নাদের চৌধুরী। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণকলিকে ভালোবাসে অন্য এক গ্রামের বখাটে ছেলে রাজা।

বিয়ের প্রস্তাবও দেয় কৃষ্ণকলিকে। কিন্তু রাজা মুসলমান হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে কৃষ্ণকলি। পরিণামে কৃষ্ণকলিকে বাড়ি থেকে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে যায় রাজা। কাহিনি মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

টকিং মুভিজ

বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ