গত মাসে টানা স্টেজ শো করেছেন সারা দেশে। এই মাসেও কি এমন ব্যস্ততা?
আরে না না। কী যে বলেন! রোজা রেখে স্টেজে গাওয়া অনেক কষ্টের। দুই-একটা প্রস্তাব ছিল, না করে দিয়েছি।
আগের মতোই সবার সহযোগিতা পাচ্ছি
- মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে গত বছরের শেষদিকে গানে নিয়মিত হয়েছেন সানিয়া সুলতানা লিজা। ভালোবাসা দিবসে প্রকাশ করেছেন দুটি গান, করছেন নিয়মিত স্টেজ শো। লিজার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

এর মধ্যে টিভিতে কী কী করলেন?
বাংলাদেশ টেলিভিশনের দুটি ঈদ অনুষ্ঠানে গান করেছি। ১২ মার্চও আরেকটা অনুষ্ঠানে গাইব।
ভালোবাসা দিবসে দুটি গান প্রকাশ করেছেন—‘তিতা কথা’ ও ‘তুমি এলে’।
দুটি গান দুই ধরনের। ‘তিতা কথা’ এই জেনারেশনের ছেলে-মেয়েদের কথা মাথায় রেখে করেছি। ‘তুমি এলে’ একদম ক্ল্যাসিক্যাল ঘরানার। বলতে পারেন সব প্রজন্মের শ্রোতা ধরার চেষ্টা। যে লক্ষ্যে গান দুটি করেছি সেটা পূরণ হয়েছে।
ঈদে কী গান আসবে?
প্রিয় একটা গান রেডি আছে। ‘গরুর গাড়ি’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। খুব রিদমিক গান। এটিই ঈদে আনতে চাই। তবে ভিডিও নির্মাতারা যে বাজেট দিচ্ছেন তাতে চক্ষু চড়কগাছ! ৮-১০ লাখ টাকায় যদি একটা ভিডিও নির্মাণ করতে হয় তাহলে কী করে পারব। আমি তো শিল্পী, কোনো কম্পানি নই। আরো কয়েকজন নির্মাতার সঙ্গে বসব এর মধ্যে। দেখি বাজেটে মিললে গানটি নিয়ে ঈদের দিনই হাজির হব। অন্যদিকে বেলাল খানের সঙ্গে একটা দ্বৈত গান করেছি। সেটাও আসতে পারে বেলালের ইউটিউব চ্যানেল থেকে। অন্যান্য কম্পানি থেকেও দুই-একটা গান আসতে পারে।
প্রতি ঈদেই তো আপনি টিভি চ্যানেলে লাইভ গান করেন...
এবারও ব্যতিক্রম হবে না। এর মধ্যে বৈশাখী টেলিভিশন, দেশ টিভি, চ্যানেল নাইন ও এশিয়ান টিভি চূড়ান্ত হয়েছে। আরো কয়েকটি চ্যানেল যুক্ত হবে শিগগির।
ঈদে স্টেজ শো থাকবে?
ঈদের তৃতীয় দিন একটি শো চূড়ান্ত করেছি। এখনো তো প্রায় তিন সপ্তাহ বাকি, দেখি, আরো কয়েকটি শো আসতে পারে হয়তো।
মাঝখানে তো ছয় মাসের মতো স্টেজ শোসহ গানের সব মাধ্যম থেকেই দূরে ছিলেন। ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েছে?
ভেবেছিলাম প্রভাব পড়বে। তবে গানে ফিরে তেমন মনে হচ্ছে না। আগের মতোই সবার সহযোগিতা পাচ্ছি। স্টেজ শো-এর সংখ্যা দেখলে বুঝতে পারবেন আমার ব্যস্ততা সম্পর্কে। আয়োজকরা না চাইলে তো আর আমি এগুলো করতে পারতাম না। সাধারণত অন্য অনেক শিল্পীদের ক্ষেত্রে একটা গ্যাপ পড়ে গেলে ফিরতে সময় লাগে। আমি সেদিক থেকে ভাগ্যবতী।
দেশের বাইরে শো কবে আবার?
আজ [গতকাল] কাগজপত্র জমা দিলাম। জুনে ইউরোপ ট্যুর আছে আমার। চারটি দেশে আটটা শো এরই মধ্যে চূড়ান্ত। সংখ্যাটা আরো বাড়বে। বাড়বে দেশের সংখ্যাও।
চলচ্চিত্রে গান করছেন?
খুব কম। সর্বশেষ গেয়েছিলাম ইমন সাহা দাদার সংগীতে, ‘বৃষ্টির চোখে জল’ ছবিতে। এরপর আর গাওয়া হয়নি। এখন তো চলচ্চিত্র আর আগের মতো হচ্ছে না। আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন বছরে ৭০-৮০টা করে ছবি মুক্তি পেত। এখন সেই সংখ্যা কমতে কমতে অর্ধেকেরও নিচে নেমেছে। তা ছাড়া বাণিজ্যিক ছবির সংখ্যাও হাতেগোনা।
সম্পর্কিত খবর

আরো খবর
ঝুঁকি এড়াতে পেছালেন সালমান

নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে ঈদে হাজির হচ্ছেন সালমান খান। কিছুদিন ধরেই চলছে এ আর মুরুগাদোসের ছবিটির প্রচারণা। বড় বাজেট, দর্শকের আগ্রহ প্রবল; তাই সংশ্লিষ্টদের ইচ্ছা ছিল বড় আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করবেন ট্রেলার। এর জন্য পরিকল্পনাও সাজিয়েছিলেন।

অন্তর্জাল
ড্রাগন

২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘ড্রাগন’। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। শুক্রবার এটি এসেছে নেটফ্লিক্সে। রাঘব কলেজের ছাত্র।

চলচ্চিত্র
স্বপ্নের পৃথিবী

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজীব। পরিচালনা বাদল খন্দকার। সকাল ৯টা, এনটিভি।
গল্পসূত্র : অত্যাচারী জমিদার রায়হান চৌধুরীর ছেলে মাসুম।

টিভি হাইলাইটস

ইসলামের স্থাপত্যধারা
রমজান মাস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্থাপত্যবিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘ইসলামের স্থাপত্যধারা’। প্রতিদিন ইফতারের পর প্রচারিত হয় এটি। ইসলামের বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারায় যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, সেসব তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থাপনার নির্মাণ ইতিহাসের সঙ্গে। পরিচালনায় স্থপতি, লেখক ও পর্যটক শাকুর মজিদ।
স্টুডিও বি
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্বের অতিথি শান্তিতে নোবেলজয়ী ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন গবেষক উর্বশী আনেজা।