ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

মাল্টিপ্লেক্সে এক দিনেই ৬৬ শো

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
মাল্টিপ্লেক্সে এক দিনেই ৬৬ শো
‘বরবাদ’ ছবিতে শাকিব খান ও ইধিকা পাল

বলাবাহুল্য, মুক্তির পর থেকে দাপটের সঙ্গে চলছে ঈদের ছবি বরবাদ। বড় বাজেট আর আয়োজনের এই ছবি বানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। প্রধান চরিত্রে শাকিব খান। সর্বাধিক ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চলছে ছবিটির রমরমা ব্যবসা। দর্শকের চাপে হিমশিম খেতে হচ্ছে হল মালিকদের।

এদিকে গতকাল শুধু মাল্টিপ্লেক্সেই বরবাদ-এর ৬৬টি শো প্রদর্শিত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা হৃদয়।

তাঁর ভাষ্য, দেশের সব মাল্টিপ্লেক্সে আজ বরবাদ-এর শো এখন পর্যন্ত ৬৬টি। সব কটি হাউসফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছে! বরবাদ চারদিকে শাসন করছে।

দেশে সাধারণত প্রেক্ষাগৃহে দর্শকখরা লেগে থাকে। ঈদের ছবিতে চাঙ্গা হয় হলগুলো। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বরবাদ ঘিরে দর্শকের আগ্রহ এতটাই বেশি যে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটির লেট নাইট শো-ও [মধ্যরাতের প্রদর্শনী] চলছে। এ ছাড়া হলগুলোতে টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হলেও দর্শক ভিড় করছে, ছবি দেখছে।

বেশির ভাগ দর্শকের কাছ থেকে মিলছেও ইতিবাচক প্রতিক্রিয়া। ফলে ক্রমেই ছবিটির আবেদন বাড়ছে।

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বরবাদ। এতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। যিনি এর আগে শাকিবের প্রিয়তমা হয়েছিলেন। ছবিটিতে আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, পশ্চিমবঙ্গের যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফরম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

মন্তব্য

সম্পর্কিত খবর

দ্বিতীয়বারও সফল অপূর্ব-নীহা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
দ্বিতীয়বারও সফল অপূর্ব-নীহা

ভালোবাসা দিবসে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নাজনীন নীহা। জাকারিয়া সৌখিনের মন দুয়ারি নাটকটি ইউটিউবে ১ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল সে সময়। এরই মধ্যে দুই কোটি ৩০ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি। ফের জাকারিয়া সৌখিনের হাত ধরে এক হলেন অপূর্ব ও নীহা।

এবারের নাটক মেঘবালিকা ৪ এপ্রিল মুক্তির পর এরই মধ্যে দেখা হয়েছে ২৫ লাখের বেশিবার। উঠে এসেছে ট্রেন্ডিংয়েও। সৌখিন বলেন, প্রথম নাটকটি সফল হওয়ার পর একটু চাপ ছিল দ্বিতীয়টি দর্শক পছন্দ করেন কি না! তবে এখন মনে হচ্ছে আমরা দর্শকের মন জয় করতে পেরেছি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

আ রিয়েল পেইন

শেয়ার
আ রিয়েল পেইন
‘আ রিয়েল পেইন’ ছবির দৃশ্য

জেসি আইজেনবার্গের আ রিয়েল পেইন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছরের ১ নভেম্বর। প্রশংসা ও সাফল্য উভয়ই পেয়েছিল জুটেছিল বিভিন্ন পুরস্কার। ৩ এপ্রিল এটি এসেছে জিও হটস্টারে। দুই কাজিন ডেভিড ও বেঞ্জির মধ্যে বনিবনা হয় না।

দাদির জন্য পোল্যান্ড ট্যুরে যায় তারা। রোমাঞ্চকর সে যাত্রায় দেখা দেয় নানা জটিলতা। সামনে আসে পরিবারের নানা অতীত ঘটনা। অভিনয়ে জেসি আইজেনবার্গ, কিয়েরান কাল্কিন, উইল শার্প, জেনিফার গ্রে প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

স্নেহ

শেয়ার
স্নেহ
‘স্নেহ’ ছবিতে সালমান শাহ, শাবানা ও আলমগীর

অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।

সমীর সবে ডাক্তারি পাস করে বেরিয়েছে। দুজনের প্রেম হয়, পরে বিয়ে। সমীরের এক মেয়ে বন্ধুর কারণে সংসারে অশান্তি। পুত্র ইমনকে নিয়ে বেরিয়ে যায় ইলা।
নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানকে সময় দিতে পারে না। সন্তান বড় হয় বাড়ির কেয়ারটেকার ঠাণ্ডার কাছে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ছাত্রাবাঁশ’ ধারাবাহিকের অভিনয়শিল্পীরা

ছাত্রাবাঁশ

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ছাত্রাবাঁশ। প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার প্রচারিত হয়। রচনায় মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ প্রমুখ।

 

ডিসকভারিং দ্য ওয়ার্ল্ডস টেবিল

বিবিসি নিউজে দুপুর ১২টা ৫৫ মিনিটে রয়েছে রান্না বিষয়ক অনুষ্ঠান ডিসকভারিং দ্য ওয়ার্ল্ডস টেবিল। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে ঐতিহাসিক সব খাবারের পেছনের গল্প তুলে ধরা হয় এতে। সঙ্গে থাকে স্থানীয়দের কাছ থেকে সেই রান্নার রেসিপি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ