১১ এপ্রিল দেশের চার বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ‘স্বাধীনতা কনসার্ট’। এ নিয়ে সার্বিক প্রস্তুতিও সম্পন্ন। তবে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজনটি একদিন পেছানো হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি জানিয়েছেন কনসার্টের আয়োজক ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।