<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলা সাহিত্যে নজরুল আবির্ভূত হয়ে দৃশ্যপট থেকে উবে যাননি, বরং বাঙালি মানসে তাঁর অবস্থান চিরস্থায়ী। নজরুল তাই ধূমকেতু নন, তিনি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালপুরুষ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর মতো আমাদের চেতনায় চিরস্থায়ী। হঠাৎ আলোর ঝলকানির মতো উদিত হয়ে অস্তপারে পাড়ি জমাননি। দেশ ও জাতির সংকটে সুবিধাবাদ ও উপঢৌকন বিলাসে আখের গোছাননি। বুদ্ধিজীবীর ধর্ম পালনে নজরুলের ভূমিকা তাই বাংলা সাহিত্যে তো বটেই, দক্ষিণ এশিয়ায়ও তুলনারহিত। কী বিচিত্র তাঁর কর্ম ও জীবন। আমাদের জাতীয় কবির মতো অন্য কোনো কবির এ রকম জেল-জুলুম, নিষেধাজ্ঞা, বই বাজেয়াপ্তকরণের মধ্য দিয়ে যেতে হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বসাহিত্যে ঝরনাধারার মতো স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত মৌলিক কবিতার সংখ্যা খুব কম। নজরুলের বিদ্রোহী কবিতা সে রকম বিরল কবিতার একটি। কোনো কোনো কবিতা কবিকে লিখতে হয় আর কোনো কোনো কবিতা কবির দ্বারা লেখা হয়ে যায়। এ রকম লেখা হয়ে যায় শ্রেণির কবিতার মধ্যে নজরুলের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্রোহী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কবিতাও একটি। রোমান্টিক যুগের কবি ওয়ার্ডসওয়ার্থের কবিতার এই সংজ্ঞাটি আমার খুব প্রিয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবিতা হচ্ছে গভীর অনুভূতির স্বতঃসফূর্ত বহিঃপ্রকাশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অব পাওয়ারফুল ফিলিংস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। নজরুলের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্রোহী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞার হুবহু অনুরণন বলা যায়। নজরুলের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্রোহী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কবিতাটি এতই তেজস্বী, সমসাময়িককালে এ রকম উচ্চারণের, এ রকম ধারার কবিতা বিরল হওয়ার কারণে তাঁর এই ধারাই তাঁকে বিদ্রোহী কবির তকমা পরিয়ে দেয়। আবার তিনি যখন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোর প্রিয়া হবে এসো রানী, দেবো  খোঁপায় তারার ফুল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ধরনের অজস্র সংগীত রচনা করেন, তখন তিনি প্রেমের কবি হিসেবে আখ্যায়িত হয়ে যান। যখন তিনি ধর্মীয় সংগীত রচনা করে প্রার্থনাকে ভিন্ন মাত্রায় নিয়ে যান, তখন তাঁকে ধর্মীয় সম্প্রদায়ের কবি হিসেবে চিহ্নিত করা হয়। নজরুল নিজেকে স্বচ্ছভাবে উপস্থাপন করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি সুন্দরের সাধক আমি হিন্দুর কবি নই, মুসলমানের কবি নই আমি মানুষের কবি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নজরুল সাম্যবাদের অভ্যন্তরে পরিভ্রমণ করেছেন, প্রতিটি ধর্মের মূল বাণীকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছেন, শুদ্ধ প্রেমের ধারার অভ্যন্তরের সৌন্দর্যকে উপভোগ করেছেন, সেই সময়ের সব অযাচিত, মানবতাবিরোধী প্রথাকে অবলোকন করেছেন। যে দর্শনকে সামনে রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, সে দর্শনের সঙ্গে নজরুলের স্বপ্ন দর্শনের সাদৃশ্য দেখে বিস্মিত হতে হয়। শোষণমুক্তির জন্য সাম্যবাদ, সাম্প্রদায়িকতা রোখার জন্য ধর্মনিরপেক্ষতা, নজরুল যে মানবতার বাণীকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাকে বাস্তবায়নের জন্য গণতন্ত্র এবং সর্বোপরি এসব আদর্শকে চেতনায় ধারণের জন্য জাতীয়তাবাদ। এ যেন এক অপার বিস্ময়। বাংলাদেশ কী অবচেতনে নজরুলের স্বপ্নকেই ধারণ করেছিল মুক্তি আন্দোলনে এবং স্বাধীনতার পর ৩০ লাখ মানুষের রক্তে লেখা সংবিধানে। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবনার অবকাশ রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বাঙালি চরিত্রের শাশ্বত প্রতিমূর্তি কাজী নজরুল" height="277" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.July/27-08-2024/2.jpg" style="float:left" width="500" />নজরুল ঝড়ের বেগে আবির্ভূত হয়ে বাঙালি হৃদয়ে অবস্থান করেন। নজরুল উঠে আসেন পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রাম থেকে। নজরুল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নানাভাবে লড়ে গেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা অবিভক্ত ভারতে প্রশ্নাতীত ছিল। অসাম্প্রদায়িকতা, মানবতাবোধ, বাংলার মাটি, মানুষ, আলো, বাতাসের প্রতি ভালোবাসার জন্য তিনি ছিলেন প্রবাদপ্রতিম। কাজী নজরুলকে এই উপমহাদেশে অসাম্প্রদায়িক চরিত্রের আদর্শ হিসেবে বিবেচনা করা যায়। তাঁর জীবন ও সাহিত্যে পাতায় পাতায়  তাঁর এই অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল আলো আমাদের সামনে প্রকাশিত হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঙালি চরিত্রের শাশ্বত প্রতিমূর্তি কাজী নজরুল। শুধু তা-ই নয়, সে প্রতিমূর্তি গড়ার অন্যতম কারিগর। হাজার বছর ধরে বাঙালি তার স্বপ্নের স্বাধীন ভূমির কথা ভেবেই এসেছিল। সেই স্বপ্নের জাল বুনেছেন যেসব  মানবতাবাদী বাঙালি কবি, তাঁদের মধ্যে কাজী নজরুল হচ্ছেন সামনের সারির যোদ্ধা। নজরুলের ত্যাগের ঋণ শোধ করার সময় এসেছে। এই প্রজন্মের কিংবা পরবর্তী প্রজন্মের বাঙালিদের এই দায়িত্ব নিতে হবে। অপেক্ষায় আছি আমরা নজরুলের স্বপ্নের অসাম্প্রদায়িক, মানবতাবোধে পরিপূর্ণ সোনার বাংলাদেশ দেখার জন্য। আমাদের বিশ্বাস, শাশ্বত বাঙালির প্রত্যাশা শতভাগ পূর্ণ হবে অচিরেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : উন্নয়ন গবেষক ও কলাম লেখক</span></span></span></span></p> <p> </p>