ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

দারুণ সব প্রেমের গল্প

  • কত রকমের প্রেমের গল্প নিয়ে নাটক-সিনেমা হয়। এবারের ভালোবাসা দিবসের নাটক-সিনেমার তিন অভিনয়শিল্পী বলেছেন তাঁদের জীবনে দেখা বা শোনা সেরা প্রেমের গল্প। শুনেছেন হৃদয় সাহা
শেয়ার
দারুণ সব প্রেমের গল্প
জান্নাতুল সুমাইয়া হিমি

প্রথম দেখাতেই মাকে পছন্দ হয়ে যায় বাবার

জান্নাতুল সুমাইয়া হিমি

চারদিকে তো অনেক প্রেমের সম্পর্ক দেখি। কোনোটা সফল পরিণতি পায় কোনোটা হয় ব্যর্থ। তবে আমার কাছে আমার মা ও বাবার প্রেমের গল্প দারুণ লাগে। শুনে রোমাঞ্চ অনুভব করি।

আমার মায়ের বাড়ি বিক্রমপুরে। পুরান ঢাকায় পরীক্ষা শেষে দারুণ সব প্রেমের গল্পফুপুর বাসায় বেড়াতে এসেছিলেন। বাবা পুরান ঢাকার মানুষ, পুরো এলাকা চষে বেড়ান। পাড়ায় কোনো তরুণীর আগমন ঘটলে তার প্রতি আগ্রহ থাকত সবার।
প্রথম দেখাতেই মাকে পছন্দ হয়ে যায় বাবার। নীরবে দুজনের কিছু কথাবার্তা হয়। ব্যস ঐটুকুতেই প্রেম। বাবা বিয়ের প্রস্তাব নিয়ে যান।
মায়ের ফুপুই সব ব্যবস্থা করেন। বিয়ের পর বাবা চলে যান দক্ষিণ কোরিয়া। মা একা হাতে পুরো সংসার সামলান। চিঠি যুগের পর যখন মোবাইল ফোন এলো, তখন মা অপেক্ষায় থাকত, কখন একটি কল আসবে। এরপর ভিডিও কলের প্রচলন শুরু হলে সারাক্ষণ দুজন ভিডিও কল চালু রাখতেন।
মা রান্নাঘরে কাজ করছেন, অন্যদিকে বাবা নিজের কাজে ব্যস্ত। তবু ভিডিও কল চালু রাখতেন, সুযোগ পেলে কথা বলতেন। আমরা তখন সবাই একসঙ্গে রাতের খাবার খেতাম। যেহেতু সময়ের হিসাব ভিন্ন ছিল; বাবা প্রায়ই আগে খেয়ে ফেলতেন। তবু আমাদের সময় দেওয়ার জন্য খাওয়ার কিছু না কিছু নিয়ে ভিডিও কলের সামনে বসতেন। তাদের দুজনের পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়া দেখে ভাবি, আজকাল মানুষ অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েও প্রেমে সফল হয় না সব সময়। অথচ মাত্র কয়েক দিনের সিদ্ধান্তে আমাদের মা ও বাবার ভালোবাসার সংসার আদর্শ হয়ে আছে।

 

দারুণ সব প্রেমের গল্প

এফ এস নাঈম

অন্যদিকে ট্রেনও ছুটে আসছে...

এফ এস নাঈম

যখন স্কুলে পড়তাম নাইন কিংবা টেনে, আমাদের সামনে তখন রঙিন সব স্বপ্নের হাতছানি। সে সময়ের প্রেমগুলোই সুখস্মৃতি হয়ে থাকে। কোনো মেয়েকে পছন্দ হলে তার স্কুল বা কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা, একটু সুযোগ পেলে কথা বলার চেষ্টা—এসব এখন বলে বোঝানো যাবে না। এখন তো সব কিছুই সহজ হয়ে গেছে। নিজেও এমন ঘটনার মধ্য দিয়ে বড় হয়েছি। এক বন্ধু আমাদেরই এক সহপাঠীকে ভালোবাসত। উঠতি বয়সের প্রেম একটু সাহসীই হয়। সে এমনভাবে প্রপোজ করতে চেয়েছে, যাতে মেয়েটি সারপ্রাইজড হয়। বন্ধু আমার সঙ্গে সব শেয়ার করত; কিন্তু এটা গোপন রাখল। তখন শেওড়ার রেলক্রসিংয়ে অনেক সময় ধরে অপেক্ষা করা লাগত। আমরা সবাই গাড়ি করে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, হুট করে বন্ধু আমার রেললাইনে দাঁড়িয়ে প্রপোজ করে মেয়েটিকে। আচমকা মেয়েটি বুঝতে পারছে না তার কী বলা উচিত, অন্যদিকে ট্রেনও ছুটে আসছে। তৎক্ষণাৎ সে প্রপোজ গ্রহণ করল। এ নিয়ে পরে অনেক হাসাহাসি করেছি আমরা। স্কুলজীবন পেরিয়ে কলেজ, ভার্সিটিতেও তাদের প্রেমের সম্পর্ক ছিল অটুট। এখন তারা কানাডায় সুখে-শান্তিতে বসবাস করছে। ভালো লাগে এই ভেবে যে তাদের প্রেমের স্বাক্ষী ছিলাম আমি।

 

দারুণ সব প্রেমের গল্প

আরশ খান

আমার রোমিও বন্ধু

আরশ খান

আমার বেড়ে ওঠা পুরান ঢাকায়। আমাদেরই এক বন্ধুকে আমরা রোমিও ডাকতাম। সে প্রায়ই প্রেমে পড়ত আবার ছ্যাঁকাও খেত। এবার বন্ধুটি প্রেমে পড়ে মহল্লার এক মেয়ের। স্বাভাবিকভাবেই গুরুত্ব দিইনি। একদিন বিমর্ষ হয়ে আমার কাছে এলো। দেখি তার চোখ ফোলা, হাত কাটা। আমি অবাক! সে সব খুলে বলল। মেয়ের পরিবার কিছুতেই বেকার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না। বন্ধুটি মিউজিক নিয়ে পড়ে থাকত, ক্যারিয়ার নিয়ে অত ভাবত না। এরই মধ্যে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে সে ধরা খায়। মহল্লার কমিটি সালিস ডাকল। বন্ধুর সঙ্গে আমিই গেলাম। মুরব্বিরা যতই তাকে বোঝায় সে নাছোড়বান্দা, মেয়েরও সেই একই কথা। তাদের প্রেম দেখে আমি বিস্মিত, আমার এই বন্ধু প্রেমে এমন সিরিয়াস হতে পারে আমার ভাবনাতেও ছিল না। অবশেষে আমার রোমিও বন্ধুটির প্রেম সফল হয়েছিল। সে কথা দিয়েছিল ক্যারিয়ার গুছিয়ে নেবে। মিউজিকে আগের মতো নিয়মিত নয়, তবে চাকরি করছে। এখন সে দুই সন্তানের বাবা। শুরুতে মেয়ের পরিবার অখুশি থাকলেও এখন সম্পর্ক খুবই ভালো।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শুভ জন্মদিন

শেয়ার
শুভ জন্মদিন
বিপাশা হায়াত

সপ্তাহে যাঁদের জন্মদিন

[২০২৬ মার্চ]

 

জয়শ্রী কর জয়া [২০ মার্চ]

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড [২১ মার্চ]

প্রদীপ সাহা [২২ মার্চ]

 বিপাশা হায়াত [২৩ মার্চ]

আসিফ আকবর, ফারুক আহমেদ, আনুশেহ আনাদিল [২৫ মার্চ]

 ফেরদৌস ওয়াহিদ, মিলা ইসলাম, মৌটুশী বিশ্বাস, ফারাহ রুমা, তানহা তাসনিয়া [২৬ মার্চ]

 

মন্তব্য

যে ৩ কারণে দেখবেন ঈদের ৫ ছবি

    পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পাঁচটি ছবি—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’ ও ‘চক্কর ৩০২’। এই পাঁচ ছবিতে কী আছে? কোনটি রেখে কোনটি এবং কেন দেখবে দর্শক? ছবির পরিচালকরা বলেছেন তিনটি কারণ, শুনেছেন হৃদয় সাহা
শেয়ার
যে ৩ কারণে দেখবেন ঈদের ৫ ছবি
‘বরবাদ’-এ শাকিব খান ও ইধিকা পাল। ‘প্রিয়তমা’ জুটি আবারও আসছেন এই ঈদে। ছবি : সংগৃহীত

বরবাদ [মেহেদী হাসান হৃদয়]

অভিনয়েশাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার।

 

১.  প্রধান কারণ মেগাস্টার শাকিব খান। ঈদে শাকিব খানের ছবি মানেই পয়সা উসুল। আছেন ইধিকা পাল, তিনি এখন বেশ জনপ্রিয়।

যিশু সেনগুপ্তকে প্রথমবার বাংলাদেশি ছবিতে দেখা যাবে। এর আগে যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি করেছিলেন। তিনি ভারতের বিভিন্ন ভাষায় ছবি করে খ্যাতি পেয়েছেন। এই ছবির সুবাদে বাংলাদেশে আরো জনপ্রিয় হবেন।

 

২.  অনেকে বলেন, মেগাস্টার বা সুপারস্টার থাকলে পরিচালককে নির্মাণে অনেক ছাড় দিতে হয়। আমি তা করিনি। গল্প, নির্মাণ থেকে কারিগরি দিকসবখানেই সর্বোচ্চ মানদণ্ড রাখার চেষ্টা করেছি। এটা দর্শককে আকৃষ্ট করবেই।

 

৩.  ছবির গান গুরুত্বপূর্ণ। ভিন্ন স্বাদের গান আছে ছবিতে। আমরা প্রীতম হাসানের গান যেমন রেখেছি, তেমনি আসিফ আকবর ভাইকেও।

 

 দাগি [শিহাব শাহীন]

অভিনয়েআফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

১.  প্রথম কারণ, এটা আফরান নিশো-শিহাব শাহীন জুটির ছবি।

টেলিভিশন, ওটিটিতে আমরা আগে যতবার এসেছি ততবারই  আমাদের সুখময় অভিজ্ঞতা হয়েছে। বড় পর্দায় এবারই প্রথমবার আমরা আসছি। এই ছবির পেছনে আমি, নিশোসহ পুরো টিম বেশ প্রস্তুতি নিয়ে কাজ এগিয়েছি। নিশোও অনেকদিন পর্দার বাইরে ছিল। আশা করি দর্শক নিরাশ হবে না।

 

২.  পুরো পরিবার নিয়ে দেখার মতো ছবি। দেখতে অস্বস্তিবোধ হবে না কারোই। সুন্দর গান, দুর্দান্ত গল্প, চৌকষ নির্মাণের অভিজ্ঞতা নিতে চাইলে দাগি দেখতে হবে।

 

৩.  সময়ের আধুনিক ছবি। আধুনিক দর্শকের কাছে এটি স্মার্ট ছবি মনে হবে।

 

 জংলি [এম রাহিম]

অভিনয়েসিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম।

 

১.  ঈদের ছবি মানে পরিবারের সবাই মিলে আনন্দ করতে করতে সিনেমা হলে যাওয়া। এটা মাথায় রেখেই জংলির নির্মাণ। পরিবারের শিশু থেকে প্রবীণ সবাই নিশ্চিন্তে ছবিটি দেখতে পারবেন।

 

২.  সিনেমা গল্প খুবই স্ট্রং। এ ছবিতে যেমন আবেগের দৃশ্য আছে, তেমনি আছে হাস্যরস ও মারপিঠ। সময় যত এগোবে দর্শক গল্পে আরো বেশি একাত্ম হবেন।

 

৩.  সিয়াম আহমেদ। তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার এই ছবি। নতুন এক সিয়ামকে দেখতে পাবেন দর্শক। বুবলীও ভীষণ ভালো করেছে। আর ছোট্ট মেয়েটা কেমন করেছে, সেটা দর্শক হল থেকে বেরিয়েই বলবে।

 

 জ্বীন ৩ [কামরুজ্জামান রোমান]

অভিনয়আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ প্রমুখ।

 

১.  জ্বীন ফ্র্যাঞ্জাইজির ছবি। আগের দুই কিস্তির মতো এটিও পছন্দ করবে সবাই। হরর ছবির দর্শক আমাদের দেশে নেহাত কম নয়।

 

২.  হরর ছবিতে বাজেট বড় একটা বিষয়। জাজ মাল্টিমিডিয়া এক্ষেত্রে উদারতা দেখিয়েছে। আমিও চেষ্টা করেছি বাজেটের সর্বোচ্চ ব্যবহার করতে। কন্যা গানটি দেখলেও এর প্রমাণ পাবেন।

 

৩.  সজল ও ফারিয়াকে নতুন অবতারে পাবে দর্শক। গল্পে তাদের আসল পরিচিয় জানতে দর্শককে শেষ পর্যন্ত দেখতে হবে।

 চক্কর ৩০২ [শরাফ আহমেদ জীবন]

অভিনয়মোশাররফ করিম, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু, তারিন।

 

১.  এটি সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। দর্শক হলে যায় বিনোদন দিতে, সেই বিশ্বাস থেকেই ছবিটি বানিয়েছি। 

 

২.  মোশাররফ করিম ভাইয়ের অভিনয় ও জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নাই। ছোট পর্দায় তাঁকে ছাড়া ঈদ যেন পানসে, প্রথমবারের মতো ঈদে বড় পর্দায় আসছেন তিনি। আমাদের পরিচালক-শিল্পী জুটির কিছু কাজ জনপ্রিয় হয়েছে টিভিতে, দর্শকের আস্থা আছে আমাদের ওপর।

 

৩.  এটি একটি সরকারি অনুদানের ছবি। গল্প, পাণ্ডুলিপি ভালো মানের হলেই জুরি বোর্ড অনুদানের জন্য প্রস্তাবনা করেন। চক্কর ৩০২তে একটা ভালো গল্প আছে। গানগুলো ভালো লাগবে সবার।

 

যে ৩ কারণে দেখবেন ঈদের ৫ ছবি

জংলিতে প্রার্থনা ফারদিন দীঘি ও সিয়াম আহমেদ

 

মন্তব্য

স্টার অব দ্য উইক : বিপ্লব

    খালিদ আতাউল করিম
শেয়ার
স্টার অব দ্য উইক : বিপ্লব

প্রমিথিউস ব্যান্ডের জনপ্রিয় এই গায়ক অনেক দিন ধরেই আছেন নিউইয়র্কে। সেখান থেকেই প্রকাশ করেন একের পর এক গান। আসছে ঈদেও প্রকাশ করবেন নতুন গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক-গীতিকার-সুরকার জানিয়েছেন, তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়। বিপ্লব অবশ্য এসবে পাত্তা না দিয়ে বলেছেন, চুরি তো করি না।

 

মন্তব্য

ওটিটিতে ঈদ

শেয়ার
ওটিটিতে ঈদ
আশফাক নিপুণের ‘জিম্মি’তে জয়া আহসান। ছবি : হইচই

জিম্মি [সিরিজ]

পরিচালনাআশফাক নিপুণ

অভিনয়েজয়া আহসান, ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।

প্ল্যাটফরম ও মুক্তিহইচই, ২৮ মার্চ।

 

১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপড়েনের সংসার।

হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপড়েন। লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়ে সে।

 

মাইশেলফ অ্যালেন স্বপনসিজন ২ [সিরিজ]

পরিচালনাশিহাব শাহীন

অভিনয়েনাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন প্রমুখ।

মুক্তিতারিখ চূড়ান্ত হয়নি।

 

মাইশেলফ শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন’—সংলাপ দিয়ে শেষ হয়েছিল প্রথম সিজন। শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনই বা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে।

সেসব প্রশ্নের উত্তর মিলবে এই সিজনে।

 

হাউ সুইট [ওয়েব ছবি]

পরিচালনাকাজল আরেফিন অমি

অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলু, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, সুষমা সরকার প্রমুখ।

প্ল্যাটফরম ও মুক্তিবঙ্গ, চূড়ান্ত হয়নি।

 

শখের ফটোগ্রাফার আদনান। বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় তার ক্যামেরা পড়ে যায় নদীতে।

ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে আদনান। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে আদনানে। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও।

 

ওটিটিতে ঈদ

হাউ সুইট-এ অপূর্ব ও ফারিণ

মন্তব্য

সর্বশেষ সংবাদ