<p style="text-align:justify">বেক্সিমকো গ্রুপের কম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে স্থগিত করা হয়েছে। ওষুধ উৎপাদনকারী কম্পানিটির আবেদনে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="চতুর্থ শিল্প বিপ্লব : চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731465992-268a9939b235e0f517dda6dc6f50d702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">চতুর্থ শিল্প বিপ্লব : চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি!</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/13/1446071" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মোস্তাফিজুর রহমান খান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রিটকারী আইনজীবী মাসুদ আর রহমানও শুনানিতে অংশ নেন।</p> <p style="text-align:justify">মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, ‘রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে স্থগিত করা হয়েছে। সে কারণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কোনো রিসিভার বসছে না। এ ছাড়া এসংক্রান্ত রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করতে বলেছেন। এর জন্য বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চকে নির্ধারণ করে দিয়েছেন আদালত।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="‘নির্বাচনী চাপ’ দিতে ১০ বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731465131-a34c24f0753ed9bd1f16dd5c427bb214.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">‘নির্বাচনী চাপ’ দিতে ১০ বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/13/1446069" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কম্পানি লিমিটেড (বেক্সিমকো) গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০০৯ সাল থেকে শিল্পপতি এই রাজনীতিক পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা নিয়ে এই দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সালমা ইসলামকে হারিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে পুনর্নির্বাচিত হন সালমান এফ রহমান।</p> <p style="text-align:justify">ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন সালমান এফ রহমান। ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। পরদিন তাঁকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। ওই দিন ওই মামলায় সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে দেন আদালত। পরে কয়েক দফা রিমান্ড বাড়ানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731464241-ff198796bf5436ae5dbaf60953914a1a.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446067" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ অবস্থায় বেক্সিমকো গ্রুপের সব কম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর রহমান। প্রাথমিক শুনানির পর গত ৫ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। অন্তর্বর্তী আদেশে হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের সব কম্পানি পরিচালনায় বাংলাদেশ ব্যাংককে রিসিভার নিয়োগের নির্দেশ দেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের সব কম্পানির সম্পত্তি ছয় মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সংযুক্ত (অ্যাটাচড) রাখতে নির্দেশ দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এ ছাড়া বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমানের নেওয়া ঋণের টাকা উদ্ধার এবং বিদেশে পাচার করা টাকা ফেরত আনার পদক্ষেপ নিতেও নির্দেশ দেন উচ্চ আদালত। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে চার সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংককে।</p> <p style="text-align:justify">বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকো গ্রুপের সব কম্পানি পরিচালনায় রিসিভার নিয়োগ করতে এবং কম্পানির সব সম্পত্তি সংযুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চাওয়া হয় রুলে। সেই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য কম্পানিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে দেওয়া ঋণের পরিমাণ এবং পরিশোধ না করা ঋণের তথ্য সরবরাহ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আজ ১৩ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731463821-3f93da36e4dcc70910e18ac429cf2a3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আজ ১৩ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/13/1446066" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এই রুলের জবাব দিতে বলা হয়।</p> <p style="text-align:justify">এই আদেশের পর সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রহুল আমিনকে রিসিভার পদে শুনানির নির্দেশনা চেয়ে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেই আবেদনে শুনানির পর আদেশ দিলেন সর্বোচ্চ আদালত।</p>