ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

আওয়ামী লীগ ফিরলে পাটক্ষেতে ঘুমাতে হবে : শহিদুল ইসলাম বাবুল

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
আওয়ামী লীগ ফিরলে পাটক্ষেতে ঘুমাতে হবে : শহিদুল ইসলাম বাবুল
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘১৭ বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। মাত্র ৬ মাস পার হলো না, সেই আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন? আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের পাটক্ষেতে ঘুমাতে হবে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আওয়ামী লীগের লোক সাথে নিয়ে বিএনপির সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে।

দল ভারী করা হচ্ছে, এটা কোনো রাজনীতি হলো। এটা কেউ দয়া করে করবেন না।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই, তবে নানা ষড়যন্ত্র এখনো চলছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

চোখ-কান খোলা রাখতে হবে। ভোটের জন্য যদি রাজপথে ডাক আসে, তাহলে আবার রাজপথে নামতে হবে।’

তিনি আরো বলেন, ‘আগামীতে যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। গত ১৭ বছরের দুঃশাসন আমরা ভুলি নাই।

আমরা হাসিনার সাথে চোখে চোখ রেখে কথা বলেছি। অনেক অন্যায়-অত্যাচার সহ্য করেছি তার পরও হাসিনার শাসন আমরা মেনে নিইনি। আগামী দিনের যেকোনো লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।’

নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিলাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সালথা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

গণহত্যার বিচার দেরি হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে : আখতার

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
গণহত্যার বিচার দেরি হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে : আখতার
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বত্র আমূল সংস্কার এখন সময়ের দাবি। গণহত্যার বিচার বর্তমান সময়ে একটি কাঙ্ক্ষিত বিষয়। এই বিচার দেরি হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে রাষ্ট্রকে আরেকবার অস্থিতিশীল করবে। তাই দেশ থেকে গণহত্যা নির্মূল করতে হলে ফ্যাসিবাসের দোসর আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রংপুর জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ফ্যাসিস্ট বিরোধী রাজনীতিবিদ, ছাত্র জনতা, শ্রমিক  পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগরের নেতারা।

আরো পড়ুন
প্রধান উপদেষ্টা কাল পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন

প্রধান উপদেষ্টা কাল পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন

 

আখতার বলেন, আমরা যারা তরুণরা সামনের দিনে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বের গ্রহণ করতে চাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদের পরামর্শ ও তাদের সমর্থন নিয়ে আমাদের পাশে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি সারা দেশে কার্যক্রম শুরু করেছে।

তাই নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত সকলের সহযোগিতা চান আখতার। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বন্দোবস্তের আহ্বান সর্বত্র পৌঁছে দিতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, অতীতে উত্তরাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে।

আগামীতে রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা, শ্রমঘন শিল্পায়ানে বিশেষভাবে কাজ করবে নতুন ছাত্র সমাজের এই দলটি। 

উত্তরাঞ্চলের বৈষম্য নিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি'র) যে নেতৃত্ব তৈরি হয়েছে তারা পুরো বাংলাদেশে সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাগুলো পৌঁছে দেওয়ার কাজ করবে। 

আরো পড়ুন
গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!

গাছের ওপর রাগ ঝাড়লেন বিএনপি নেতা!

 

‎বিচারের জন্য উত্তরাঞ্চলের মানুষকে ঢাকায় যেতে হয়, জজ কোর্টের রায় শেষ হলে, হাইকোর্টের রায় পেতে ঢাকায় যাওয়ার যে কষ্ট সে কষ্ট থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার। এ কারণে আমরা দাবি জানিয়ে আসছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। একই সাথে জেলা শহরগুলোর বাইরে এসে উপজেলা শহরগুলো যেন বিচারব্যবস্থার সূত্রপাত ঘটানো হয় সে ব্যাপারেও আমরা দাবি জানিয়ে আসছি।

 

‎আমরা আশা করব, এখানে ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক পক্ষ আমরা একত্রিত হয়েছি, আমাদের রাজনৈতিক মত-পথ আদর্শ আমাদের কর্মসূচিতে ভিন্নতা থাকবে। কিন্তু রংপুরের স্বার্থে দল-মত নিবিশেষে আমাদের সকলকে  আওয়াজ তুলতে হবে।

‎বাংলাদেশের স্বার্থে যেমন ফ্যাসিবাদ বিরোধী আমাদের সকলকে একত্রিত থাকতে হবে, রংপুরের স্বার্থে, রংপুরের প্রশ্নে, রাজনৈতিক মতাদর্শের বাইরে এসেও আমাদের সকলের মধ্যে ঐক্য থাকতে হবে।

মন্তব্য

‘জয় বাংলা’ স্লোগান কারো দলের নয় : কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
‘জয় বাংলা’ স্লোগান কারো দলের নয় : কাদের সিদ্দিকী
ছবি: কালের কণ্ঠ

‘জয় বাংলা’ স্লোগান কারো দলের নয় বলেন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। তিনি বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেপ্তারবরণ করতে হয়, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারো দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোন ভুলত্রুটি নেই।

জয় বাংলার কোন ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোন ভুলত্রুটি নেই।’ 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।’ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ’র চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই।

আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময় বিশ্বাস করেই যাবো। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’

কাদের সিদ্দিকী আরো বলেন, ‘অনেকের সাথে আমার মিলে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।

এ সময় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী , সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব ও বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ। 
 

মন্তব্য

‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার’
সংগৃহীত ছবি

এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা তার পোস্টে বলেন, ‘এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার।’ 

তবে, তাসনিম জারা তার পোস্টে কোন পরিবারকে ইঙ্গিত করেছেন তা জানা যায়নি।

আরো পড়ুন
আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

 

তাসনিম জারার ওই পোস্টে গিয়াস উদ্দিন শান্ত নামের একজন মন্তব্য করেন যে, ‘এক পরিবারের স্বার্থে দেশের সংস্কার আটকে থাকবে না, কারণ দেশের উন্নতি ও সংস্কৃতি সবার চেষ্টার ফল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে যদি দেশের সংস্কারকে এগিয়ে নিয়ে যাই, তবে আমাদের ভবিষ্যৎ হবে আরো আলোকিত এবং শক্তিশালী। দেশ আমাদের সকলের, আর এর সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য এবং প্রচেষ্টার উপর।’

প্রাসঙ্গিক
মন্তব্য

আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি : মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং নির্বাচন পাইনি। নির্বাচন পেতে হলে আমাদের ঐক্যকে আরো অটুট রাখতে হবে।’

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই গণধোলাই’

‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই গণধোলাই’

 

তিনি বলেন, ‘আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণকে সাথে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’

এসময় আরো বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান এবং রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহ সভাপতি ড. মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ