<p style="text-align:justify">দেশের পরিবহন বহরে গত ৪৫ বছর ধরে রিকন্ডিশন্ড মোটর গাড়ি আমদানি, বিপনন ও সরবরাহে যুক্ত ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) ২০২৪-২৬ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর হোটেল পূর্বনী ইন্টারন্যাশনালে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনিবার্হী পরিষদ গঠন করা হয়।</p> <p style="text-align:justify">নির্বাচনে আবদুল হকের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক পরিষদ’ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন পরিচালনা করেন বারভিডা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, সদস্য মো. শফিকুল ইসলাম ভরসা এবং মো. নিয়াজ আলী চিশতি।</p> <p style="text-align:justify">গতকাল সোমবার কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্য থেকে ১২টি কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো বারভিডার প্রেসিডেন্ট নির্বাচিত হন। রিয়াজ মটরসের স্বত্বাধিকারী রিয়াজ রহমান সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হন।</p> <p style="text-align:justify">নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন ভাইস প্রেসিডেন্ট-১ মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), ভাইস প্রেসিডেন্ট-২ ডা. হাবিবুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, ট্রেজারার মো. সাইফুল আলম, জয়েন্ট ট্রেজারার মো. হাফিজ আল আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আবদুল আউয়াল, প্ল্যানিং এন্ড ডেভোলাপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন), কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত)।</p> <p style="text-align:justify">কার্যনির্বাহী সদস্যরা হলেন এ বি সিদ্দিক (আবু), মোহাম্মদ আনিসুর রহমান, আখতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোরশেদ (সোহেল), আহসানূর রহমান আরজু, পুনম শারমিন ঝিলমিল, জহির উদ্দিন মো. বাবর চৌধুরী, বেনজির আহমেদ, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল, কে এম শফিউল্লাহ (রনি), দিবাকর বড়ুয়া।</p>