<p>আমেরিকার নিউ ইয়র্কের হোফস্ট্রা ইউনিভার্সিটি (HOFSTRA UNIVERSITY) থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনেসট্রেশন (MBA) ডিগ্রি লাভ করেছেন মোহাম্মদ সাবিদ মজুমদার।</p> <p>শনিবার (২১ ডিসেম্বর) ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে সাবিদ মজুমদার এই সার্টিফিকেট গ্রহণ করেন। সর্বোচ্চ ৪-এর মধ্যে জিপিএ ৪ পেয়ে এ ডিগ্রি লাভ করেন তিনি।</p> <p>সাবিদ ২০১৭ সালে লন্ডনের কার্ডিফ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ও ২০২১ সালে  আমেরিকার নিউ ইয়র্ক-এর সেন্ট যোসেফস (St.joseph’s) ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেন।</p> <p>সাবিদ মজুমদার ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুস্করণী গ্রামের কৃতি সন্তান, ফ্রন্টলাইন কমিনিউকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার এবং মিসেস ফেরদৌস আক্তারের পুত্র ও গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী মরহুম সামছুল হক মজুমদারের নাতি।</p> <p>সাবিদের পরবর্তী কর্মজীবনের সার্বিক সাফল্য কামনায় সবার নিকট দোয়া চেয়েছেন তার বাবা ফেরদৌস আলম মজুমদার।</p>