<p>চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর থেকে ২০টি সোনার বার জব্দ করা হয়েছে। যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। এর দাম ২ কোটি ৬০ লক্ষ টাকা। এই সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।</p> <p>আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান পরিচালনা করে এই সোনাগুলো উদ্ধার করে।</p> <p>চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮  ফ্লাইটের ৯ জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেশবপুরে বউমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735209648-5578fd9a3f2e9272c6a41f0e3a254f6e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেশবপুরে বউমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/26/1461594" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘উদ্ধার করা সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। সোনাগুলো চোরা চালানের উদ্দেশে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তদন্তের স্বার্থে আটককৃত যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা করা হবে।’</p>