<p>জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।</p> <p>মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেশার-সুগারের সঙ্গে ওজন নিয়ন্ত্রণে আনবে যে চা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735650628-da34645ce543f93baa10b73e03b591bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেশার-সুগারের সঙ্গে ওজন নিয়ন্ত্রণে আনবে যে চা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/31/1463422" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাদের ছবি, ঘড়ি, জুতা, জামাকাপড়, চশমা, বই-খাতা-কলম, ব্যাগ, পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল সেট, লেখা, ডায়েরিসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এই সংগ্রহশালায় স্থান পাবে।</p> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্যসহ তাদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ৭ জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অফিসে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।</p>