<p>বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট ও ডার্মাটোলজিস্ট স্বীকৃত ব্র্যান্ডেড ডার্মো কসমেটিক্স প্রদানকারী প্রতিষ্ঠান এবং দেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস নিয়ে এসেছে ‘বায়োজিন বসন্ত বিলাস-২০২৪’। </p> <p>এ উপলক্ষে গ্রাহকদের জন্য বায়োজিন দিচ্ছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। ‘বায়োজিন বসন্ত বিলাস ২০২৪’ নামক ক্যাম্পেইনটি ২০ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ মার্চ পর্যন্ত।</p> <p>বায়োজিন বসন্ত বিলাসে, স্কিনকেয়ারে থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়! অত্যাধুনিক ট্রিটমেন্টগুলোর মধ্যে গ্লোয়িং ফেসিয়াল ৪৯৯ টাকা, একনির সহজ সমাধান একনি থেরাপি ৯৯৯ টাকা, গ্লোয়িং লুকের জন্য বায়ো হাইড্রা ফেসিয়াল ১৪৯৯ টাকা এবং অবাঞ্ছিত লোমের স্থায়ী সমাধান বায়ো লেজার ১৪৯৯ টাকায় পাচ্ছেন গ্রাহকরা। </p> <p>একনি মেছতা, ডার্কস্পট ও স্কিন এজিং-এর কার্যকরী সমাধান ইপিএন-এ থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। থাকছে ফ্রি স্কিন এনালাইসিস ও ডায়েট চার্ট এর সুবিধা। স্লিমিং সল্যুশনে থাকছে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়। এছাড়াও, ব্র্যান্ডেড ডার্মো কসমেটিক্সে থাকছে আপটু ৭৫ শতাংশ ছাড়।</p> <p>উল্লেখ্য, গ্রাহকরা অফারগুলো উপভোগ করতে পারবেন বায়োজিন কসমেসিউটিক্যালসের যেকোনো ব্রাঞ্চে।</p>