<p>ধামরাইয়ে কেবিসি অ্যাগ্রো (প্রা.) লিমিটেডে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ কোটি টাকা মূল্যের ২ হাজার মেট্রিকটন নিষিদ্ধ শুকরের মাংস, হাড়, চর্বি জব্দ করেছে। এ ছাড়াও পুরাতন ও মেয়াদ উত্তীর্ণ ভোজ্য তেল (রাইস ব্র্যান অয়েল) পুনঃবাজারজাতকরণের উদ্দেশ্যে নতুন 'প্রাইস অ্যান্ড ডেট ট্যাগ' লাগানোর মতো ঘৃণ্য অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।</p> <p>অভিযানের নেতৃত্বে ছিলেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর। আর অভিযানটি সমন্বয় করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৪, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার উনু মং।</p> <p>ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, ৯ মাস পূর্বে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ শুকরের চর্বি, মাংস ও হাড় (এমবিএম- মিট অ্যান্ড বোন মিল) কেবিসি অ্যাগ্রো (প্রা.) লিমিটেড হংকং থেকে আমদানি করে আসছে। এই উপকরণ ব্যবহার করে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে নিয়মিত বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।</p> <p>এ সময় ওই কারখানার মহাব্যবস্থাপক তাপস দেবনাথ ও পরিচালক জাহিদুর রহমানের কাছ থেকে আমদানিকৃত আরো ২ লাখ ৯৮ হাজার ২৪০ মেট্রিকটন শুকরের চর্বি, মাংস ও হাড় এর চালান ফরম জব্দ করেন আদালত। যা কুষ্টিয়া কেএনবি নামক প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়।</p> <p>এ ছাড়াও ম্যাজিস্ট্রেট আরো জানান, বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল (রাইস ব্র্যান অয়েল) সংগ্রহ করে রিফাইন করে পুনরায় বাজারজাত করায় এই জরিমানা করা হয়েছে।</p>