<p>স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, আগামী ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামী দিনে উন্নত বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা চালাচ্ছেন। ফলে উন্নয়নের মহাসড়কে এখন দেশ। তাঁর সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব দরবারে স্মার্ট বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজকের শিক্ষার্থীদেরকে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের আলোকিত মানুষ হতে হবে। মেধা, মননে, চিন্তায়, সৃজনশীলতায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ভূমিকা পালন করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।</p> <p>সোমবার (৬ নভেম্বর) সকালে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>ওইদিন সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের যৌথ আয়োজনে কলেজ অধ্যক্ষ মেজর মিতা সফিনাজের সভাপতিত্বে শিক্ষক মো. ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলাদেশ জাতীয় জাদুঘর মহাপরিচালক মো. কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, ওয়াকফ প্রশাসক মো. গিয়াস উদ্দিন, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার বিপিএম (বার) মো. আবদুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া প্রমুখ।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে। তৎকালীন সময় যারা ক্ষমতায় ছিল তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারেনি। তারা মাথাপিছু আয় বাড়াতে না পারলেও দুঃশাসন, নির্যাতন-নিপীড়ন হ্ত্যাযজ্ঞ বাড়াতে সক্ষম হয়েছে। হয়েছে দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন।</p> <p>মন্ত্রী বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ১৯৮৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘কমিউনিটি ক্লিনিক’ চালু করেছে। আর তারা ২০০১ সালে ক্ষমতায় এসে এগুলো বন্ধ করে দিয়েছে। কৃষক স্বল্প মূল্যে সারের দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করেছে।</p> <p>স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিকড় থেকে শিখরে উঠছে। এখন কার্তিকের মঙ্গা নেই, রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে এখন আর বুভুক্ষু মানুষ ডাক দিয়ে বলে না, ‘মাগো আমায় কয়ডা ভাত দেন। কয়দিন ধরে না খাইয়া আছি।’ দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ।</p> <p>মন্ত্রী, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট দুটি ভবন, দুটি ছাত্রাবাস ও শিক্ষকদের জন্য একটি ভবন এবং লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি নবনির্মিত ভবন এবং ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।</p> <p>এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি একইদিন দুপুরে জাতীয় জাদুঘরের শাখা হিসেবে লাকসামে ‘নবাব ফয়জু্ন্নেছা চৌধুরাণী জমিদার বাড়ি জাদুঘর’ এর শুভ উদ্বোধন করেন।</p> <p>ওই সময় এলজিআরডি মন্ত্রী বলেন, উপমহাদেশের একমাত্র মহিলা নবাব নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) মহিয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী। তার এ বাড়িটি সংরক্ষণ এবং এই মহিয়সী নারীকে বর্তমান ও আগামী প্রজন্মের হৃদয়ে বাঁচিয়ে রাখার জন্য লাকসামবাসীর প্রাণের দাবি হিসেবে জাতীয় জাদুঘরের শাখা হিসেবে ‘নবাব ফয়জু্ন্নেছা চৌধুরাণী জমিদার বাড়িটি জাদুঘর’ করা হয়েছে। একদিন নিশ্চয়ই এটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে রূপ লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।</p> <p>এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।</p>