ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

কানে হেডফোন, ট্রাকের চাকায় পিষ্ট পুলিশ সদস্য

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
কানে হেডফোন, ট্রাকের চাকায় পিষ্ট পুলিশ সদস্য
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিদয় রায় নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রিদয় রায় নামে ওই পুলিশ সদস্য কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিল। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি তাকে ধাক্কা দেয়।

এ সময় রিদয় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়। পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাস্তার উভয় পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পড়লে প্রায় দুই ঘণ্টা পর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়। রিদয় দিনাজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে আজমাইন হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১লা এপ্রিল) ভোরে ‍উপজেলার পৌর এলাকার ধুমালীপাড়া থেকৈ তার মরদেহ উদ্ধার করা হয়। 
 
নিহত আজমাইন হোসেন ধুমালীপাড়া গ্রামের মো. তৌফিক হোসেনের ছেলে। 
 
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে নিজ ঘরে ঘুমানোর জন্য যায় আজমাইন।

পরে মঙ্গলবার ভোরে তার বাবা তাকে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
স্থানীয়রা আরো জানান, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে জামালপুর জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি রাখা হয়।
 ঈদের দুদিন আগে আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা তৌফিক হোসেন। স্থানীয়দের ধারণা, মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

মন্তব্য

সাতক্ষীরায় এখনো পানিবিন্দ ১৫ হাজার মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
সাতক্ষীরায় এখনো পানিবিন্দ ১৫ হাজার মানুষ
সংগৃহীত ছবি

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধ দুই দিন পেরিয়ে গেলেও সেটি মেরামত করা সম্ভব হয়নি। ইতিমধ্যে বাঁধ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে ১৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।

সরজমিনে মঙ্গলবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৎস্যঘেরে লবণ পানি প্রবাহের জন্য পাইপলাইন স্থাপন করায় বেড়িবাঁধের নিচের মাটি দুর্বল হয়ে পড়েছিল। ফলে এই ভাঙনের সৃষ্টি হয়।

আরো পড়ুন
ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

 

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আশাশুনি উপজেলার টিম লিডার আবদুল জলিল বলেন, ‘আমরা যখন ঈদের নামাজে ছিলাম তখন শুনি বাঁধ ভেঙে গেছে। মোনাজাত না করেই ছুটে যাই।

গ্রামবাসী মিলে অস্থায়ীভাবে বাঁধ রক্ষা করতে চেষ্টা করেছিল। কিন্তু দুপুরের জোয়ারের পর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। মূল যে পয়েন্টটি ভেঙেছে, সেটাতে একটি পাইপলাইন ও গেট সিস্টেম ছিল। যতগুলো ভাঙন পয়েন্ট রয়েছে, সবগুলোই পাইপলাইনের কারণে হয়েছে।
এখন যদি আমরা এই পাইপলাইন বসানো বন্ধ না করি, তাহলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় ঘটবে।’

তিনি বলেন, ‘পানিবন্দি মানুষ এখন খাবার সংকটে পড়েছে। অনেক পরিবার উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা কাজ শুরু করলেও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।’

সোমবার সকালে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে প্রায় দেড়শ ফুট দৈর্ঘ্যের বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এতে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেঁচুয়া, কাকবসিয়া, পারবিছুট ও বাসুদেবপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

আনুলিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বাঁধ ভেঙে প্রবল জোয়ারের পানি গ্রামগুলোর ৪ হাজার বিঘা জমির ধান ও ২০০ বিঘার অধিক চিংড়ি ঘের তলিয়ে গেছে। প্রায় ৭০০ থেকে ৮০০ বাড়িঘর পানির নিচে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষ এখন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। ভাঙনের পরপরই গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প রিংবাঁধ তৈরির চেষ্টা করলেও, প্রবল জোয়ারের তোড়ে সেই বাঁধও ধসে পড়ে। ফলে নতুন করে আরো বেশি এলাকায় পানি ঢুকে পড়ে।’

আনুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, ‘আমরা গভীরভাবে উপলব্ধি করছি, সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। কারণ মাত্র একদিনের ব্যবধানে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। দুপুর ও রাতের জোয়ারের কারণে ভাঙন আরো গভীর হয়েছে। বিচ্ছিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার করা প্রয়োজন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, ইউএনও, সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কিন্তু শুধুমাত্র উপস্থিত থাকলেই হবে না, দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের এখানে বাল্কহেড (বালু ও মাটি বহনের নৌকা) প্রয়োজন। একটি বাল্কহেড এসেছে, তবে এটি দিয়ে কতক্ষণ কাজ চালানো সম্ভব? আমরা আশা করছি, রাতারাতি আরও চারটি বাল্কহেড আসবে, তারপর পুরোপুরি কাজ শুরু হবে। তবে এই ধরনের ভাঙন রোধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি।’

আরো পড়ুন
জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

 

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ছিল। কিন্তু গতকাল সেটার ১০০ মিটার অংশ ভেঙে গেছে। এতে ৮ থেকে ১০টি গ্রামে পানি ঢুকেছে। আমি খবর পাওয়ার পরপরই পানি উন্নয়ন বোর্ডকে জরুরি নির্দেশনা দিয়েছি। তবে ঈদের কারণে শ্রমিক সংকট ও বালু বোর্ড আনতে দেরি হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। আমি সকালেই ঘটনাস্থলে এসে দেখেছি, পরিস্থিতি ভয়াবহ। আমরা যদি দ্রুত ব্যবস্থা নিতে না পারি, তাহলে পরবর্তী জোয়ারে আরো প্রায় আধা কিলোমিটার বাঁধ ভেঙে যেতে পারে। ইতোমধ্যে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগকে একত্রে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা আমাদের সহযোগিতা করছেন, আমরা যত দ্রুত সম্ভব এই বাঁধ মেরামতের চেষ্টা করছি।’

স্থানীয়দের অভিযোগ, বাঁধ দুর্বল হয়ে পড়ার পেছনে অবৈধ পাইপলাইন ও গেট সিস্টেম অন্যতম কারণ। তারা অবিলম্বে এই পদ্ধতি বন্ধের দাবি জানিয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও স্থানীয়রা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো দাবি তুলেছেন। ভাঙন প্রতিরোধে অবিলম্বে জরুরি উদ্যোগ নেওয়া না হলে সাতক্ষীরার এই অঞ্চলে দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।

নিহত অপর দুই আরোহীর পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন
ওসমানীয় সাম্রাজ্যে ঈদ উৎসব কেমন ছিল?

ওসমানীয় সাম্রাজ্যে ঈদ উৎসব কেমন ছিল?

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
শেয়ার
জলঢাকায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকায় ঈদ আনন্দ মেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল এ আদেশ জারি করেছেন।

আরো পড়ুন
বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কর্মকর্তাসহ নিহত ৪

বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কর্মকর্তাসহ নিহত ৪

 

জানা যায়, বিএনপির একটি অংশ ‘জাতীয়তাবাদী শক্তি’ ব্যানারে জলঢাকা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ঈদের দিন বিকেল থেকে পাঁচ দিনের ঈদ আনন্দমেলার আয়োজন করে।

মেলার আয়োজকদের অভিযোগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে মেলা কমিটির আহ্বায়ক ও জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদসহ মেলা কমিটির অন্যদের ওপর হামলা ও মেলায় ভাঙচুর চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টায় থানার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় মেলা আয়োজক কমিটি। 

অন্যদিকে ‘জাতীয়তাবাদী শক্তির’ ব্যানারে মেলার নামে ‘চাঁদাবাজি ও অপকর্মের’ প্রতিবাদে একই সময়ে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা ও পৌর বিএনপি। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন
ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জলঢাকা পেট্রল পাম্প এলাকা ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে একাধিক পক্ষ সভা-সমাবেশ আহ্বান করায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সময় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ