<p>শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ছাড়া আশুলিয়া পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে তারা।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের মৃত কামরুল মিয়ার ছেলে মো. রাফিজুল মিয়া (২২), যশোর জেলার ঝিকরগাছা থানার বারবাতপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (২০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার টিয়াখালী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. জনি হাওলাদার (২২), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার হাবিবুর রহমানের ছেলে মো. ওয়াসিম হোসেন (২৫), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার শ্যামনগর গ্রামের মো. খলিল মণ্ডলের ছেলে মো. লিমন মণ্ডল (২০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও খন্দকারপাড়া গ্রামের মো. আজহার আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার জাপরা গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে নাজমুল হুদা ওরফে আলাল (২৪), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মনোয়ার হোসেন (২৫), পটুয়াখালী জেলার সদর থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান মুক্তার ছেলে মো. রাকিব হাসান মুক্তা (৩৩), একই জেলার মির্জাগঞ্জ থানার পিপড়াখালী গ্রামের মো. বছির হাওলাদারের ছেলে মো. আসিফ হাওলাদার (২১), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা রসুলপুর গ্রামের মৃত দানেছ আলী শেখের ছেলে মো. আব্দুস সালাম (২৯), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বারইটেপরি গ্রামের আদম মণ্ডলের ছেলে মঞ্জুর হোসেন (২২), বরগুনা জেলার সদর থানার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে মো. রাকিব হোসেন (২৮), চাঁদপুর জেলার সদর থানার ধনগ্রন্দি গ্রামের আব্দুস শুকুরের ছেলে আব্দুর রহমান (৩৫), পটুয়াখালী জেলার সদর থানার ঠেঙ্গাই গ্রামের রুবেল তালুকদারের ছেলে আজমী তালুকদার (১৯), ঝালকাঠি জেলার নলছিটি থানার সেওতা গ্রামের মৃত ফজলে আলী খানের ছেলে মো. হানিফ খান (৪৫)।<br />  <br /> পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার দুইজন হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার গোপীনাথপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে মো. নয়ন হোসেন (২২), মো. কুতুব উদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ গল্প (১৮)।</p> <p>আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তৈরি পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্প খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। </p> <p>তিনি আরো বলেন, পূজামণ্ডপে গণ্ডগোলের অভিযোগে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিল্প খাতে অস্থিরতা সৃষ্টিকারী অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গার্মেন্টস কারখানায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।</p>