<p>মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১১ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এ রায় দেন। </p> <p>অভিযানে জব্দকৃত ৬৫ কেজি ইলিশ অতি দরিদ্র লোকজন ও স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।</p> <p>ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফয়েজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, সোমবার সারা দিন শিবালয়ের অংশে পদ্মা-যমুনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১১ ছেলেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। </p> <p>মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অভিযান অব্যাহত থাকবে বলে বলে জানিয়ে এই কর্মকর্তা বলেন, মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালন করে। এ সময় কোস্ট গার্ড ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।</p>