<p>বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাম্য, মানিবক মর্যাদা ও সামাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরসহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি  বলেন, ‘তিনি মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতায় শিক্ষা, স্বাস্থ্য, আইনের শাসন, মধ্য প্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ আত্মনির্ভরশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন।’</p> <p>শনিবার (৯ নভেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিরয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <p>আব্দুল কাদির ভূঁইয়া বলেন, ‘আমরা লড়াই করেছি স্বাধীনতার জন্য, মানুষের ভোটের অধিকার আদায় ও স্বাধীনভাবে কথা বলার জন্য। পতিত স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী এই দেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়েছিল। তারাই হিন্দুদের মন্দিরে হামলা করেছে। আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িকতার কথা বলে জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল।’ </p> <p>উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু আজমল ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল খালেক মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভূট্টো, ভিপি মাহমুদুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রধান, পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপু, উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোজাম্মেল হক উজ্জল, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক করুন আকন্দ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহফুজুর রহমান প্রমুখ।</p>