<p>নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটি নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ছাড়া ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন দুই জেলে।</p> <p>আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতের দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগের মন্ত্রী-নেতাদের আশীর্বাদে সম্পদের পাহাড় গড়েন সাবেক চেয়ারম্যান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/06/1733461377-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগের মন্ত্রী-নেতাদের আশীর্বাদে সম্পদের পাহাড় গড়েন সাবেক চেয়ারম্যান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/06/1454432" target="_blank"> </a></div> </div> <p>নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালির চলের প্রয়াত আব্দুল আলীর ছেলে আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।</p> <p>স্থানীয়রা জানান, গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে যান। আজ শুক্রবার ভোরে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন থেকে যান। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল হাসেম ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেন। দেলোয়ার ও ইরান নামে অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বর্তমানে সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার : ড. দেবপ্রিয় ভট্টাচার্য" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/06/1733463854-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বর্তমানে সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার : ড. দেবপ্রিয় ভট্টাচার্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/06/1454442" target="_blank"> </a></div> </div> <p>হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।</p>