<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল লেকে পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।</p> <p>বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নং সেক্টরের ৪ নং ব্রিজের লেক থেকে শিক্ষার্থী শাহিনুর রশীদ কাব্যের লাশ উদ্ধার করা হয়। এর আগে একই স্থান থেকে শিক্ষার্থী সুজানার লাশ উদ্ধার করা হয়।</p> <p>পুলিশের ধারণা, উচ্চগতিতে মোটরসাইকেল চালানোয় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। লেকের পানি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদালত ঘেরাওয়ের হুমকি, নওগাঁর প্রসিকিউটরকে তলব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734525389-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আদালত ঘেরাওয়ের হুমকি, নওগাঁর প্রসিকিউটরকে তলব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/18/1458844" target="_blank"> </a></div> </div> <p>নিহত সুজানা রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। নিহত শাহীনুর রহমান কাব্য আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত এলাকার বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে।</p> <p>নিহতদের পরিবারের দাবি, তাদের সন্তানদের মৃত্যু পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা নিয়ে পুলিশকে তদন্ত করার দাবি জানান তারা। </p> <p>সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুজানা ও কাব্য ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একসঙ্গে কোচিং করার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব হয়। গত সোমবার বিকেলে সুজানা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে কাব্যর সঙ্গে পূর্বাচলে মোটরসাইকেলে করে বেড়াতে আসে। পরে সুজানা আর কাব্য বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। মঙ্গলবার সকালে পূর্বাচলের ২ নং সেক্টরের ৪ নং ব্রিজের লেক থেকে শিক্ষার্থী সুজানার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে একই স্থান থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বাচলে বেড়াতে এসে রাতের যেকোনো সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের লেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734524802-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/18/1458838" target="_blank"> </a></div> </div> <p>নিহত কাব্যের বাবা হারুনুর রশীদ বলেন, ‘গত সোমবার বাড়ি থেকে ঘুরতে বের হওয়ার কথা বলে বের হওয়ার পর থেকেই কাব্য নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিভিন্ন গণমাধ্যামে সুজানার লাশ উদ্ধারের সংবাদ প্রচারিত হওয়ার পর জানতে পারি কাব্য সুজানার সঙ্গে পূর্বাচলে বেড়াতে গিয়েছিল। বুধবার সকালে একই জায়গা থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে। এ ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা পুলিশকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।’</p>