<p>ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আট হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই দিন ১৯০ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>কসবা ও আশুগঞ্জ থানার পৃথক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও গ্রামের ফরিদা আক্তার নুপুর (৩৫), আরিয়া ইশা (২১) ও রমজান মিয়া (৩৬)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, বাড়ি-ঘরে আগুন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735103189-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, বাড়ি-ঘরে আগুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461138" target="_blank"> </a></div> </div> <p>এদিকে একইদিন রাত সাড়ে ১০টার দিকে কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের সুবিধাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল মদসহ মাদক কারবারি রমজান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের চকবস্তা এলাকার বাসিন্দা।</p>