<p>সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখতসহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। </p> <p>আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুতবিচার আদালতের বিচারকের আদালতে জামিন চাইতে গেলে তিনি জামিন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুর করা অন্য আসামিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা আওয়ামী লীগের সদস্য আফজাল আহমদসহ ৫ জন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোংলা বন্দরে নৌপথে পণ্য খালাস-পরিবহন শুরু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735454080-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোংলা বন্দরে নৌপথে পণ্য খালাস-পরিবহন শুরু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462602" target="_blank"> </a></div> </div> <p>আসামিদের আইনজীবীরা জানান, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের ভাই সুনামগঞ্জ আদালতে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। সম্প্রতি বাদীর ভাই ফেইসবুকে লাইভ করে মামলার নামে বাণিজ্য হচ্ছে দাবি করে নিরপরাধদের বাদ দেওয়ার জন্য আদালতে ও থানায় হলফনামাও দেন। মাসুম হেলাল নামের এক ব্যক্তি তার ভাইয়ের স্বাক্ষর নিয়ে মামলা বাণিজ্য করছেন বলেও তিনি লাইভে বক্তব্য দেন।</p> <p>এই মামলায় আজ রবিবার দুপুরে জামিন চাইতে গেলে ৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দাম কমেছে দেশি পেঁয়াজের, কেজি কত?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735453793-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দাম কমেছে দেশি পেঁয়াজের, কেজি কত?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462601" target="_blank"> </a></div> </div> <p>সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু বলেন, ‘এই মামলাটির বাদী আদালতে হলফনামা দিয়ে বলেছেন নিরপরাধ ব্যক্তিদের নাম প্রত্যাহারে। একাধিক সাক্ষীও হলফনামা দিয়েছেন। আজ রবিবার জামিন চাইতে গেলে আমাদের মোয়াক্কেলের জামিন দেননি আদালত।’</p>