<p style="text-align:justify">থার্টিফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযান চালিয়ে বিপুল পটকা উদ্ধার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর নবাবগঞ্জ বাজারের জিলাপি পট্রিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় নাজমুল হোসেন নীরব ও ওবায়দুর রহমান নামের দুইজন ব্যবসায়ীকে আটক করা হয়। </p> <p style="text-align:justify">নাজমুল হোসেন নীরব ‘নাজমা স্টোর’ ও ওবায়দুর রহমান ‘ঝুমুর স্টোর’ নামে শিশু-কিশোরদের বিভিন্ন খেলনার ব্যবসা করে আসছিল। </p> <p style="text-align:justify">গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজিবুল ইসলাম বলেন, ‘থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন এলাকায় আতশবাজি করার সম্ভবনা থাকে। এতে মানুষ আতঙ্কিত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে কমিশনার স্যারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ জিলাপি পট্রির দুটি দোকান থেকে বিপুল পটকা উদ্ধার করা হয়। এসব পটকা সরকার অনুমোদিত নয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’</p>