<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গয়েশ্বর রায় বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরাও সংস্কার চাই। এ জন্য আমরা ৩১ দফা দিয়েছি। কিন্তু এই যে তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি) যেটা দিতে চায়, সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি। সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে। একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এদের ঘাড়ে চেপেছে। আকারে ইঙ্গিতে তারা বলতে চায়, ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে একাত্তর সালের মুক্তিযুদ্ধে গরু-ছাগল রক্ত দিয়েছে? নাকি মানুষ রক্ত দিয়েছে? একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের সবক শুনতে জাতি রাজি নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন বিএনপি আয়োজিত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়ের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে  কর্মিসভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গয়েশ্বর  চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফার মধ্যে কিন্তু সরকার পতনের দাবি ছিল না। তারা এই আন্দোলনে নামার পরদিন আমরা তাতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>