<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে সরবরাহ বাড়ায় কমে এসেছে সব ধরনের শাক-সবজির দাম। ক্রেতারা এখন প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বেশির ভাগ সবজি কিনতে পারছে। তবে চাল ও তেলের বাজারে অস্থিরতা রয়ে গেছে। মুরগির দাম এখনো বেশে চড়া। পর্যাপ্ত সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও আলুর দামে কিছুটা স্বস্তি মিলেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ার পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। কম্পানিগুলো ঠিকমতো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না বলেও অভিযোগ বিক্রেতাদের।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলমিলতা, জোয়ারসাহারা ও বাড্ডা কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি শিম মানভেদে ৪০ থেকে ৮০ টাকা কেজি। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা এবং লম্বা লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা। বেগুন মানভেদে ৪০ থেকে ৬০ টাকা, কাঁচা টমেটো ৪০ থেকে ৫০ টাকা, দেশি পাকা টমেটো ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দাম কমে যাওয়ায় ক্রেতারা সবজি কেনা বাড়িয়ে দিয়েছে। আগে যারা হাফ কেজি নিত, তারা এখন এক কেজি করে নিচ্ছে। একসঙ্গে কয়েক পদের সবজিও কিনছে তারা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জোয়ারসাহারা বাজারে কথা হয় আফরোজা বেগমের সঙ্গে। কালের কণ্ঠকে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন সবজির বাজারে গেলে কিছুটা শান্তি লাগে। ১০০ টাকা দিয়ে ব্যাগ ভরে সবজি কেনা যায়। এখন চালের দাম যদি কমে যেত, তাহলে সাধারণ মানুষের কষ্টটা কিছুটা কমত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখনো চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দাম কমে এখন ১৪০ থেকে ১৪৫ টাকা ডজনে স্থির রয়েছে। বাড্ডার মুরগি বিক্রেতা তোফায়েল হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে মুরগির কিছুটা সংকট চলছে। এ কারণে দাম কমছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেঁয়াজ ও আলুর দাম আরো কমেছে</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় সব ধরনের পেঁয়াজের দাম কমে এসেছে। নতুন পেঁয়াজ মানভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি। দাম কমে নতুন আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুনের কেজি সেই চড়া দামে স্থির রয়েছে। দেশি রসুন প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং আমদানি করা রসুন ২২০ টাকা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>