<p style="text-align:justify">বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীর মিশন ঘাটে গোসল করতে নেমে অর্পিতা সুশীল নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। অর্পিতা সুশীল পৌরসভা এলাকার মিশন গেটপাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেরণ খ্রিস্টান বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। </p> <p style="text-align:justify">লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অর্পিতা সুশীলসহ চার বান্ধবীসহ মাতামুহুরী নদীর মিশন ঘাটে গোসল করতে যায়। তিনজন গোসল শেষে ওপরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নিখোঁজ অর্পিতা সুশীলকে উদ্ধার করা সম্ভব হয়নি। </p> <p style="text-align:justify">তবে অর্পিতাকে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান, লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ।</p>