<p style="text-align:justify">হত্যা মামলার আসামি চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিমকে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব-১১।</p> <p style="text-align:justify">বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। </p> <p style="text-align:justify">গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি আলহাজ জসিম। তিনি উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের পাঁচৈই গ্রামের মরহুম কুদ্দন মিয়াজীর ছেলে।</p> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট সরকার পতনের এক দফা আন্দোলনে প্রথম দিন রোববার বিকালে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।</p> <p style="text-align:justify">এই ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি আলহাজ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব।</p>