কুমিল্লার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আরাফাতুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন বরুড়া থানার আড্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান, মুরাদনগর উপজেলার যুবলীগকর্মী মো. ইসমাঈল, গোলাম মোস্তফা, নুর উদ্দিন রিপন, জুয়েল ভূঁইয়া, কোতোয়ালি থানার আওয়ামী লীগ কর্মী এমরান হোসেন, তিতাস থানার চান্দেরচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাছান, কড়িকান্দি গ্রামের আওয়ামী সমর্থক জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমান ওরফে রুমেল খান, বাকশিমুল ইউপি আওয়ামী লীগের সদস্য লিটন মিয়া, নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী, সদন দক্ষিণ থানার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক মেম্বার, লাকসাম পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, দাউদকান্দি থানার সুন্দলপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, বাঙ্গরা বাজার থানার ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।