অপারেশন ডেভিল হান্ট

কুমিল্লায় আ. লীগ-যুবলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় আ. লীগ-যুবলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুমিল্লার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আরাফাতুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন বরুড়া থানার আড্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান, মুরাদনগর উপজেলার যুবলীগকর্মী মো. ইসমাঈল, গোলাম মোস্তফা, নুর উদ্দিন রিপন, জুয়েল ভূঁইয়া, কোতোয়ালি থানার আওয়ামী লীগ কর্মী এমরান হোসেন, তিতাস থানার চান্দেরচর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাছান, কড়িকান্দি গ্রামের আওয়ামী সমর্থক জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমান ওরফে রুমেল খান, বাকশিমুল ইউপি আওয়ামী লীগের সদস্য লিটন মিয়া, নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী, সদন দক্ষিণ থানার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক মেম্বার, লাকসাম পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, দাউদকান্দি থানার সুন্দলপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, বাঙ্গরা বাজার থানার ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিরা গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজিসহ জেলার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আরাফাতুল ইসলাম বলেন, কুমিল্লায় জেলা পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চলমান ডেবিল হান্টের অভিযানও পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত সাত দিনে কুমিল্লায় ডেভিল হান্টের অভিযানে মোট ৬০ জনকে গ্রেপ্তার হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

হিলি শূন্যরেখায় দর্শনার্থীদের মিলনমেলা

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
হিলি শূন্যরেখায় দর্শনার্থীদের মিলনমেলা
হিলি শূন্যরেখায় দর্শনার্থীদের মিলনমেলা

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দর্শনার্থীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে। একইসঙ্গে অনেক মানুষ ভিড় করছেন ব্রিটিশ আমলে নির্মিত হিলি রেলওয়ে স্টেশন এলাকায়। দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজনদের নিয়ে অনেকেই এসেছেন সীমান্ত এলাকা পরিদর্শনে। আবার কেউবা আসছেন ভারতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে।

তবে বিজিবির বাধার কারণে সীমান্তের শূন্যরেখায় মিলিত হতে না পেরে মন খারাপ করেই বাড়ি ফিরতে হয়েছে অনেককে।

সোমবার (৩১ মার্চ) ঈদের নামাজের পর পর হিলি সীমান্ত ও রেলস্টেশন এলাকায় মানুষ ভিড় করতে শুরু করেন। বেলা যত বাড়তে থাকে তত মানুষের সংখ্যা বাড়তে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, অটোভ্যান রিকশা, কার, মাইক্রোবাস ও বাস নিয়ে দর্শনার্থীরা আসেন হিলি সীমান্ত দেখতে।

সীমান্ত ঘুরে দেখার পাশাপাশি দুদেশের মাঝ দিয়ে বয়ে যাওয়া রেললাইনও ঘুরে দেখছেন তারা।এ সময় সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে দূর থেকে ভারতে থাকা আত্মীয়দের সঙ্গে আকার-ইঙ্গিতে কথা ও মনের ভাব প্রকাশ করছেন তারা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ভিসা জটিলতার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় কমেছে। আগে ৫০০ থেকে ৬০০ যাত্রী পারাপার করলেও এখন তা কমে এসেছে।

গতকাল ১০৪ জন যাত্রী পারাপার করেছে। আজ এখন পর্যন্ত ২৫ জনের মতো যাতায়াত করেছে।

তিনি আরো বলেন, ঈদ ঘিরে সীমান্তে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই সীমান্ত এলাকা দেখার জন্য আসছেন, আবার অনেকে ভারতে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার জন্য আসছেন। সীমান্তের পাশে দাঁড়িয়ে ছবি তুলে হাত নেড়ে মনের ভাব প্রকাশ করে চলে যাচ্ছেন।

ঈদের দিন থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য

‘আমাদের সব আনন্দ চিরতরে শেষ হয়ে গেছে’

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
‘আমাদের সব আনন্দ চিরতরে শেষ হয়ে গেছে’
ঈদের দিন বিকেলে শহীদ রাকিবের কবর জিয়ারত করেন মা-বাবা ও তার ভাই। ছবি : কালের কণ্ঠ

‘আমার বুকের ধন কবরে শুয়ে আছে। রাকিবকে হারিয়ে আমাদের জীবনের সব আনন্দ চিরতরে শেষ হয়ে গেছে। আমাদের কোনো ঈদ নেই, কোনো আনন্দ নেই। আজ রাকিব বেঁচে থাকলে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতাম।

কথাগুলো বলেছিলেন গণ-অভ্যুত্থানে শহীদ রাকিব বেপারীর মা রাশিদা বেগম।
গত বছরের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রাকিব বেপারী।

গতকাল ঈদের বিকেল রাবিকের কবরের পাশেই দিনের অধিকাংশ সময় কেটেছে মা-বাবার।

গত ঈদ নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবারকে সঙ্গে নিয়ে করেছিলেন রাকিব।

'ফতুল্লা বাজার জামে মসজিদ'-এ বাবা ও ভাইকে নিয়ে ঈদের নামাজ পড়েছিলেন। এবার রাকিবকে ছাড়া সেই মসজিদে ঈদের নামাজ পড়তে যান বাবা মোশারেফ হোসেন। নামাজ শেষে ছেলের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাৎক্ষণিক সিদ্ধান্তে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায় রাকিবের কবর জিয়ারত করতে চলে আসেন মোশারেফ।

ছেলের কবর জিয়ারত শেষে বাবা মোশারেফ হোসেন বলেন, ‘বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে পৃথিবীতে ভারী আর কিছু নেই। কিছুতেই এই শোক সইতে পারছি না। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করেন।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের ২১ জুলাই সকালে রাকিব ফতুল্লার পোস্ট অফিস এলাকায় বাজার করতে বের হন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক রাকিব বেপারী। ওই দিন দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার খানপুর হাসপাতালে গিয়ে রাকিবের লাশ শনাক্ত করেন বাবা মোশারেফ হোসেন।

শহীদ হওয়ার চার মাস আগে প্রেমিকা জান্নাতকে বিয়ে করেছিলেন রাকিব। বিয়ের চার মাসের মাথায় স্বামীর মৃত্যুতে শোকে ভেঙেন পড়েন স্ত্রীও। ভেঙে যায় স্বপ্নের ‘সুখের ঘর’। এতিম জান্নাত ফিরে যান নানির কাছে।

মন্তব্য

হবিগঞ্জে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হবিগঞ্জে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০
সংগৃহীত ছবি

হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১লা এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষের লোকজন ব্যবসার কারণে ঢাকার মিরপুরে বসবাস করেন।

কয়েক দিন আগে সেখানে বিরোধের জেরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদের ছুটিতে দুই পক্ষ গ্রামের বাড়িতে আসায় সেখানে বিষয়টি নিয়ে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।
গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বি‌ভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

’ 

প্রাসঙ্গিক
মন্তব্য

চুরির অপবাদে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
চুরির অপবাদে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

মঙ্গলবার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এতে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করা হয়। ঘটনার পর ৪ জনকে আটক করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আরো পড়ুন
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

 

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শাকচর ইউনিয়নের সবুজের গোজা এলাকার বাসিন্দা কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এজাহারে উল্লেখিত অন্য ৫ জনের নাম জানায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন।

স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটুনি দেওয়া হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার (৩১ মার্চ) দুপুরে ঘটনাস্থল এলাকা থেকে ৪ জনকে আটক করে পুলিশ। 

নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও সবুজের গোজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে। 

নিহতের ভাই ওহিদ হোসেন ও বোন জেসমিন বেগম জানান, রাজুর মোবাইলে চার্জ ছিল না।

এতে সে ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেয়। এর পরপরই কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ